দেশের বাজারে এআই কী যুক্ত ভিভোবুক এস১৪
সময়ের ট্রেন্ড এআই ফিচার নিয়ে দেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য নতুন ভিভোবুক এস১৪ বাজারে এনেছে আসুস। ১৪ ল্যাপটপটি পাওয়া যাচ্ছে দু’টি ভিন্ন মডেলে। আল্ট্রা ৫ পাওয়া যাচ্ছে ১ লক্ষ ১৮ হাজার টাকায় এবং আল্ট্রা ৭ পাওয়া যাচ্ছে ১ লক্ষ ৩৫ হাজার টাকায়।
১২ আগস্ট, মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আসুস জানিয়েছে, কোপাইলট প্লাস পিসি সিরিজের ল্যাপটপটিতে অফিসের কাজ, পড়ালেখা এবং বিনোদনের ক্ষেত্রে মিলবে দারুণ পারফরম্যান্স। ল্যাপটপটিতে রয়েছে সর্বশেষ ইন্টেল কোর আলট্রা ৫ এবং আলট্রা ৭ (সিরিজ ২) প্রসেসর ও ১৬ গিগাবাইটের এলপিডিডিআর৫ র্যাম এবং দ্রুতগতির ১ টেরাবাইটের এসএসডি।
জানা গেলো, ল্যাপটপটির ডেডিকেটেড কোপাইলট-কী বাটনটিতে কেবল একবার চাপ দিলেই স্ক্রিনে চলে আসবে মাইক্রোসফটের এআই অ্যাসিস্ট্যান্ট, কোপাইলট। কাজের জন্য কোন ডেটা বিশ্লেষণ, কিংবা কোনো প্রজেক্ট পরিকল্পনায় মুহূর্তেই তথ্য দিয়ে ইউজারদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে এই ডিজিটাল সহকারীটি। ল্যাপটপটি একবার চার্জ দিলে টানা ২০ ঘণ্টা চলতে পারে এবং কেবল ৪৯ মিনিটে এতে ৬০ শতাংশ চার্জ হয়ে যায়।







