টেকটাইম-এ ব্ল্যাকশার্ক প্যাড
দেশের প্রযুক্তি বাজারে যুক্ত হলো নতুন একটি ট্যাবলেট পিসি। শাওমি ব্ল্যাকশার্ক ব্রান্ডের প্যাড ৭ মডেলের এই ট্যাবলেটটি বাজারে এনেছে দেশীয় প্রতিষ্ঠান টেকটাইম। টেকটাইমের মাধ্যমে এই ট্যাবলেটটি অনলাইন প্ল্যাটফর্ম দারাজ, পিকাবু, টেকটাইম, সুমাসটেক এবং রকমারি সহ অন্যান্য অনলাইন প্লাটফর্মেও পাওয়া যাচ্ছে। সাথে ওয়ারেন্টি এবং দ্রুত ডেলিভারি সুবিধা রয়েছে।
শাওমি ব্ল্যাকশার্ক প্যাড ৭-এর ডিজাইন এবং ফিচারগুলো দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। এর প্রধান আকর্ষণ হলো । রেজুলেশন এফএইচডি+ (১৯২০ x ১২০০ পিক্সেল)। ডিসপ্লেটি আই-কেয়ার ফিচারসহ তৈরি। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ব্যাটারি ক্যাপাসিটি ৭৭০০ মিলিঅ্যাম্পিয়ার।
অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চালিত ১১ ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ চিপসেট। র্যাম অপশনগুলোতে ৬ জিবি (ওয়াইফাই ভার্সন) এবং ৮ জিবি (ফোরজি ভার্সন) রয়েছে। স্টোরেজ ১২৮ জিবি হলেও মাইক্রো এসডি কার্ড দিয়ে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।
১৮ অক্টোবর, শনিবার নতুন এই ট্যাব বাজারে ছাড়ার তথ্য দিয়ে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ওভারসিজ বিজনেস ম্যানেজার মোহাম্মদ আশিকুর রহমান জন জানিয়েছেন, বাংলাদেশে টেকটাইমের মাধ্যমে শাওমি ব্ল্যাকশার্ক ব্র্যান্ডের ট্যাব মডেল প্যাড সেভেন ফোর-জি এবং প্যাড সেভেন ওয়াইফাই, সাথে থাকছে স্মার্টওয়াচ, টিডাব্লিউএস এবং গেমিং ডিভাইস-সহ নতুন মডেলগুলো।
বাংলাদেশে শাওমি ব্ল্যাকশার্কের প্রসার এবং সম্প্রসারণে নেতৃত্ব দেওয়ার জন্য সাকিব আরাফাত এবং টেকটাইমের এক্সপেরিয়েন্স টিমকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। তিনি আরো জানান, টেকটাইমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা সাকিব আরাফাতের দূরদর্শিতায় টেকটাইম বাংলাদেশে গেমিং টেকের একসেস সহজ করে তুলছেন। গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচার পাবেন। ভবিষ্যতে আরও উন্নত মডেল আসার সম্ভাবনা রয়েছে।







