কম্পিউটার সমিতিতে বিআইজেএফ সদস্যদের এআই-চ্যালেঞ্জ ও এর ভবিষ্যত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

কম্পিউটার সমিতিতে বিআইজেএফ সদস্যদের এআই-চ্যালেঞ্জ ও এর ভবিষ্যত নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
২৯ নভেম্বর, ২০২৫ ১৪:৪৪  
২৯ নভেম্বর, ২০২৫ ১৮:১৪  

সাংবাদিকতায় এআই এর প্রভাব, চ্যালেঞ্জ ও ভবিষ্যতে এগিয়ে যাওয়া নিয়ে ২৯ নভেম্বর, শনিবার রাজধানীর ধানমন্ডিতে বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হলো পেশাউন্নয়নের কর্মশালা। বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের প্রায় ৩০ সদস্যকে হাতে কলমে এই প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরী।

তিনি বলেন, প্রম্পটিংয়ে গ্যালন গ্যালন পানি খরচ হয়। তাই ভালো প্রম্পটিং এর মাধ্যমে এই ব্যয় কমানো যাবে। এআইকে নিজেকে বুঝাতে পারতে হবে। এআই আলাদিনের চেরাগ। ভালোভাবে ঘঁষা দিলেই চলবে। আলুর মতো সব কাজে একই টুলস ব্যবহার না করে সাংবাদিকদের বিভিন্ন কাজে ঘঁষা দেয়ার মতো প্রয়োজনীয় টুলসের ব্যবহার দেখানো হয়।

তিনি  আরও বলেন, বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলো দ্রুত এআই-নির্ভর হয়ে উঠছে। কনটেন্ট জেনারেশন, তথ্য যাচাই, ডেটা বিশ্লেষণ ও নিউজরুম অটোমেশনে এআই সাংবাদিকদের দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বিআইজেএফ সদস্য ও দ্য ডেইলি স্টারের ডিজিটাল গ্রোথ এডিটর আজাদ বেগ কর্মশালায় পিন পয়েন্ট ও নোটবুক এলএম-এর ব্যবহার দেখান। তিনি বলেন, এআই সহযোগী, কিন্তু সাংবাদিককে অবশ্যই তথ্য যাচাই করতে হবে। কারণ এআই কখনও ভুল ওয়েবসাইট থেকেও তথ্য টেনে আনতে পারে।
তার সঙ্গে সহপ্রশিক্ষক হিসেবে ছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম আরমান।

সমাপনীতে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়ার আগে বিসিএস মহাসচিব মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল হাসান ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আবু চৌধুরি তুহিন।

এসময় চার বছর পর আগামী ২৯-৩১ জানুয়ারি ফের মেলা আয়োজনের বার্তা দিয়ে বিসিএস মহাসচিব বলেন, গত তিন দশক ধরে আইসিটি সাংবাদিকদের কলমের জোরে অনেক সমস্যার সমাধান হয়েছে। এখন বাজারে নকল ও রিফারবিশ পণ্য নিয়ে বিপদে আছি। 

বিআইজেএফ সভাপতি হিটলার এ হালিমের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্যে সহ-সভাপতি ভূঁইয়া ইনাম লেনিন বলেন, আমি যখন ম্যাগাজিন করি তখন ফটোশপ দিয়ে প্রচ্ছদ করেছিলাম। যুগ ও সময়ের প্রয়োজনে এখন এসেছে এআই। এআই দিয়েই এখন সেটা করা যায়।

সাধারণ সম্পাদক সাব্বিন হাসানের সঞ্চালনায় দৈনিক সারবাংলা'র বার্তা সম্পাদক সুমন ইসলাম বলেন, ক্রমাগত শেখার বিকল্প নেই। এআই এর চ্যালেঞ্জ মোকাবেলায় শিখতে হবে। তবে এআই এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না।

এছাড়াও সদস্যদের পক্ষে ডিসেম্বরে আরেকটি প্রশিক্ষণ আয়োজনের প্রতিশ্রুতি দেন বিআইজেএফ সভাপতি।

কর্মশালায় সহযোগিতা করে বাংলাদেশ কম্পিউটার সমিতি ও পৃষ্ঠপোষকতা করে গিগাবাইট বাংলাদেশ।
ডিবিটেক/আইএইচ/ওআর