দেশের বাজারে শাওমির ১১ ইঞ্চি ট্যাব

গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল- তিনটি রঙে এবং দুটি ভ্যারিয়েন্টে ১১ ইঞ্চি সাইজের ট্যাব বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে শাওমি। এর ২৫০০ রেজ্যুলেশনের ডিসপ্লেটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। রেডমি প্যাড ২ মডেলের ট্যাবটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আলট্রা প্রসেসর।
ট্যাবটিতে জুড়ে দেয়া হয়েছে ৯০০০ অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। এছাড়াও ক্যামেরা অপশনে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
১০ সেপ্টেম্বর শাওমি’র পক্ষ থেকে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্যাডটি শিক্ষার্থীদের পড়াশোনা বা অনলাইন ক্লাস করতে কিংবা অফিস গোয়িং টেকপ্রেমীদের কাজের জন্যও ভীষণ উপযুক্ত। এছাড়া দূরে ভ্রমণেও প্যাডটি হতে পারে সারাদিনের নিশ্চিন্ত সঙ্গী।
১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যামের রেডমি প্যাড ২ এর দাম পড়বে ২২ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের দাম পড়বে ২৫ হাজার ৯৯৯ টাকা।