অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীর হামলায় বৈধ ব্যবসায়ীসহ ৬ জন আহত, গুরুতর ১

অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীর হামলায় জয়পুরহাট জেলার আক্কেলপুরের থানা/উপজেলা লাইসেন্সধারী এক ইন্টারনেট ব্যবসায়ীর শ্বাশুড়ি ও ভাই সহ ৬ ব্যক্তি আহত হয়েছেন। এরা হলেন, তিলকপুর নেটওয়ার্ক এর স্বত্ত্বাধিকারি মোঃ বেলাল হোসেন (৩৫), তার ভাই এমদাদ হোসেন (২৫), শ্বাশুড়ি রোজিনা (৫৪) এবং অপর তিন কর্মচারী শাকিল (২৯), শাহিন (২৮) ও রাকিব (২৫) আহত হয়েছেন।
এদের মধ্যে চোখে মারাত্মক জখম হওয়ায় শাকিলকে নওগা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিদের মধ্যে বেলাল, শাহিন, এমদাদ আক্কেলপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানাগেছে, অবৈধভাবে ইন্টারনেট ব্যবসায় জড়িত থাকা চেয়ারি গ্রামের মোঃ সাদ্দাম হোসেন ও মানিক হোসেনের সঙ্গে সন্ধ্যায় বৈধ সংযোগ প্রতিস্থাপন করতে গিয়ে রাইখালী ইউনিয়নের পাকুরদরিয়া বাজারে উভয়ের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে স্থানীয়দের মাধ্যমে তা সমঝোতাও হয়। তবে বৈধ ইন্টারনেট ব্যবসায়ীকে হেনস্তা করায় আপস্ট্রিমে অবৈধ ব্যসায়ীর সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
একই দিনে রাত ৮টার দিকে তিনটি মোটর সাইকেলে তিলকপুর ফেরার পথে চেয়ারি গ্রামের পাকুরদিয়া তিন মাথা মোড়ে দা-বটি, হাসুয়াসহ দেশী অস্ত্র-সস্ত্র নিয়ে ওঁতপেতে বসে থাকা সাদ্দাম-মানিকের নেতৃত্বে ৫-৭ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দিয়ে বেলাল হোসেনদের ওপর ওপর হামলা করে। এসময় বেলাল হোসেনের মাথা ও চোখের ওপরে হাসুয়ার কোপ লাগে এবং একটি হাত গুরুতর আহত হয়। খবর শুনে পাশেই বসবাস করা শ্বাশুরি ছুটে আসলে তাকেও এলাপাথারি আঘাত করা হয়।
এ বিষয়ে বুধবার সকালে স্থানীয় থানায় মামলা করা হবে বলে জানিয়েছেন আহত বেলাল হোসেন।
হামলার নিন্দা জানিয়ে আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য মোঃ তানভীরুল আলম বলেছেন, অসংখ্য নামে বেনামে রিসেলার গড়ে উঠেছে। যা রাষ্ট্রবিরোধী এবং ব্যবসার পরিপন্থী। এদের কারণে যেমন পরিবেশ নষ্ট হচ্ছে তেমন গ্রাহক সঠিকভাবে সেবা পাচ্ছে না, সেই সাথে রাষ্ট্র উপযুক্ত রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং অপরাধীদের অপরাধীদের উপযুক্ত শাস্তি কামনা করছি। প্রয়োজনে আমরা সাংগঠনিকভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত আছি।
এছাড়াও বগুড়া জেলা কমিটির আহবায়ক শরিফুল আলম মাসুদ বলেন, জয়পুরহাট সহ আশেপাশে বিভিন্ন জেলাতে এরকম অবৈধ রিসেলার গড়ে উঠেছে যারা পেশি শক্তির মাধ্যমে ব্যবসা পরিচালনা করছে। এটি প্রতিকারে আমরা বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ করছি সেই সাথে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বগুড়া আইএসপিএবি জেলা কমিটির সদস্য হারুনুর রশিদ দেওয়ান বলেন, আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কিছু দিন যাবৎ জয়পুরহাট জেলার এক কেবলটিভি ও অবৈধ ইন্টারনেট ব্যবসয়ী ভয়ভিতি দেখিয়ে এলাকা দখল করছে বলে আমারা অভিযোগ পেয়েছি। এরই জেরে এই ঘটনা ঘটেছে বলে আমি মনে করি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।