যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনে সাইবার হামলার অভিযোগ

১৫ এপ্রিল, ২০২৫  
১৫ এপ্রিল, ২০২৫  
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনে সাইবার হামলার অভিযোগ

চীনের পুলিশ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) বিরুদ্ধে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এশিয়ান উইন্টার গেমস চলাকালে "উন্নত" সাইবার হামলার অভিযোগ তুলেছে। খবর রয়টার্স।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় হারবিন শহরের পুলিশ তদন্তের ভিত্তিতে তিনজন এনএসএ এজেন্ট—ক্যাথরিন এ. উইলসন, রবার্ট জে. স্নেলিং ও স্টিফেন ডব্লিউ. জনসন—এর নাম প্রকাশ করেছে এবং তাদের বিরুদ্ধে চীনের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে আক্রমণ ও হুয়াওয়ে সহ অন্যান্য প্রতিষ্ঠানকে লক্ষ্য করার অভিযোগ এনেছে।

চীন জানায়, এই হামলায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও ভার্জিনিয়া টেক-এর সম্পৃক্ততাও খুঁজে পাওয়া গেছে। এসব হামলায় চীনের জ্বালানি, যোগাযোগ, পরিবহন এবং প্রতিরক্ষা গবেষণা খাত টার্গেট করা হয়।

সিনহুয়া আরও জানায়, এনএসএ “মাইক্রোসফট উইন্ডোজ”-এর মাধ্যমে ইনস্টলকৃত ব্যাকডোর সক্রিয় করে এবং বিভিন্ন দেশের আইপি ঠিকানা ব্যবহার করে পরিচয় গোপন রেখে ইউরোপ ও এশিয়ায় সার্ভার ভাড়া নেয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে।

ডিবিটেক/বিএমটি