প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে শীর্ষে অ্যাপল

১৫ এপ্রিল, ২০২৫  
১৫ এপ্রিল, ২০২৫  
প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে শীর্ষে অ্যাপল

চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রিতে শীর্ষ স্থান দখল করেছে অ্যাপল। কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুযায়ী, আইফোন ১৬ই এর জনপ্রিয়তা ও জাপান ও ভারতের বাজারে চাহিদা বৃদ্ধির ফলে অ্যাপল ১৯ শতাংশ বাজার শেয়ার অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং, যার বাজার শেয়ার ১৮ শতাংশ। খবর রয়টার্স।

যদিও যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনে অ্যাপলের বিক্রি স্থির বা নিম্নমুখী, তবুও উদীয়মান বাজারে আইফোনের চাহিদা প্রবল। আন্তর্জাতিক ডাটা কর্পোরেশনের (আইডিসি) মতে, প্রথম প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ১.৫ শতাংশ বেড়েছে। সম্ভাব্য শুল্কের প্রভাব এড়াতে অ্যাপল ভারত থেকে যুক্তরাষ্ট্রে ৬০০ টন আইফোন পাঠিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক অব্যাহার সিদ্ধান্ত প্রযুক্তি খাতে সাময়িক স্বস্তি আনলেও, চীনা সরবরাহ নির্ভরতা ও বাণিজ্য অস্থিরতা বজায় রয়েছে বলে জানিয়েছে আইডিসি। শাওমি তৃতীয়, ভিভো চতুর্থ ও অপো পঞ্চম স্থানে রয়েছে।

ডিবিটেক/বিএমটি