আগামী বছরেই মঙ্গল যাত্রায় স্টারশিপ, সঙ্গে টেসলার রোবট

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ঘোষণা করেছেন যে ২০২৬ সালের শেষের দিকে স্টারশিপ মঙ্গলের উদ্দেশ্যে রওনা হবে, সঙ্গে থাকবে টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপ্টিমাস’। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। খবর রয়টার্স।
মাস্ক আরও উল্লেখ করেন, ২০২৯ সালের মধ্যেই মানব অবতরণ সম্ভব হতে পারে, তবে প্রাথমিক মিশন সফল হলে ২০৩১ সালের দিকেই এটি বাস্তবে রূপ নিতে পারে।
স্টারশিপ বর্তমানে স্পেসএক্সের সবচেয়ে উন্নত রকেট প্রযুক্তি, যা মহাকাশে উপগ্রহ উৎক্ষেপণ ও ভবিষ্যতে মঙ্গল গ্রহে বসতি স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে, গত ৬ মার্চ টেক্সাসের বোকা চিকায় স্টারশিপের অষ্টম পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়।
মাস্কের পরিকল্পনা অনুযায়ী, টেসলার অপ্টিমাস রোবট ২০২৪ সালের মধ্যেই কারখানায় কাজ করার উপযোগী হয়ে উঠবে। অন্যদিকে, মার্কিন নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হওয়ায় নাসার চন্দ্রাভিযানের পরিবর্তে মঙ্গল মিশনের গুরুত্ব আরও বাড়তে পারে, যা স্পেসএক্সের জন্য বড় ধরনের সুযোগ তৈরি করবে।
ডিবিটেক/বিএমটি