পাঁচ বছরে জাপানের সার্ভিস রোবট বাজার তিনগুণ বৃদ্ধির সম্ভাবনা

১০ মার্চ, ২০২৫  
১০ মার্চ, ২০২৫  
পাঁচ বছরে জাপানের সার্ভিস রোবট বাজার তিনগুণ বৃদ্ধির সম্ভাবনা

বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধি ও শ্রমিক সংকটের মুখে জাপানের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমানভাবে কর্মীদের সহায়তায় সার্ভিস রোবটের ওপর নির্ভরশীল হয়ে উঠছে।

গবেষণা প্রতিষ্ঠান ফুজি কেইজাই-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির সার্ভিস রোবট বাজার প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ৪০০ বিলিয়ন ইয়েন (প্রায় ২.৭ বিলিয়ন ডলার)-এ পৌঁছাতে পারে। এই প্রবৃদ্ধির অন্যতম কারণ দেশটির ক্রমবর্ধমান শ্রম সংকট। 

রিক্রুট ওয়ার্কস ইনস্টিটিউটের মতে, ২০৪০ সালের মধ্যে জাপানে শ্রমিকের ঘাটতি ১.১ কোটি পর্যন্ত হতে পারে, আর সরকারি অনুমান বলছে, ২০৬৫ সালের মধ্যে দেশটির ৪০% জনসংখ্যার বয়স ৬৫ বছর বা তার বেশি হবে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, রোবট কীভাবে এই শূন্যতা পূরণ করছে তার অন্যতম উদাহরণ হলো জাপানের বৃহত্তম টেবিল সার্ভিস রেস্টুরেন্ট চেইন স্কাইলার্ক। প্রতিষ্ঠানটি প্রায় ৩,০০০ রোবট ব্যবহার করছে, যা গ্রাহকদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। টোকিওর একটি শাখায় ৭১ বছর বয়সী কর্মী ইয়াসুকো টাগাওয়া জানিয়েছেন, বর্তমানে তার কাজের অর্ধেক অংশ রোবটের সহায়তায় সম্পন্ন হয়।

এক পর্যায়ে তিনি এক রোবটকে উদ্দেশ্য করে বলেন, "পরিশ্রমের জন্য ধন্যবাদ। তোমার ওপর ভরসা করছি।"

ডিবিটেক/বিএমটি