যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে টেসলার বিরুদ্ধে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে টেসলার বিভিন্ন স্থাপনায় বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পৃক্ততা, বিশেষ করে সরকারি ব্যয় সংকোচনবিষয়ক দপ্তর (ডোজ)-এ তার প্রভাব নিয়ে ক্ষোভের কারণে এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
পোর্টল্যান্ড, শিকাগো ও নিউইয়র্কের টেসলা শোরুমগুলোতে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এছাড়া, জার্মানি, ফ্রান্স ও পর্তুগালে টেসলা স্থাপনা ও গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিশ্লেষকদের মতে, মাস্কের সঙ্গে রাজনৈতিক ডানপন্থী মতাদর্শের সম্পৃক্ততা টেসলার বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ প্রতিষ্ঠানটির প্রধান ক্রেতারা সাধারণত উদারপন্থী গোষ্ঠী। চীনের বিওয়াইডি ও এসএআইসি মোটরের সঙ্গে প্রতিযোগিতার মুখে এমন পরিস্থিতি টেসলার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটি পুরনো মডেলের গাড়ি হালনাগাদ করছে, যার অংশ হিসেবে জনপ্রিয় মডেল ওয়াই-এর নতুন সংস্করণ উন্মোচন করা হয়েছে। তবে মাস্কের জনপ্রিয়তা কমে যাওয়ায় টেসলার ভবিষ্যৎ কীভাবে প্রভাবিত হবে, তা এখনও অনিশ্চিত।
ডিবিটেক/বিএমটি