টিকটক বিক্রির বিষয়ে চারটি গ্রুপের সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিক্রির বিষয়ে তার প্রশাসন চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এর সবগুলোই ভালো। খবর রয়টার্স।
জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে এটি বিক্রি করতে হবে অথবা নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে—এমন একটি আইন ১৯ জানুয়ারি কার্যকর হয়। তবে ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে ওই আইনের প্রয়োগ ৭৫ দিনের জন্য স্থগিত করেন।
রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "এটি হতে পারে।" তিনি আরও বলেন, "আমরা চারটি ভিন্ন গ্রুপের সঙ্গে আলোচনা করছি, এবং অনেকে এটি কিনতে চায়... চারটিই ভালো গ্রুপ।"
এ বিষয়ে টিকটক ও বাইটড্যান্স রয়টার্সের কাছে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
টিকটকের বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন সম্ভাব্য ক্রেতার আগ্রহ তৈরি হয়েছে, যার মধ্যে সাবেক লস অ্যাঞ্জেলেস ডজার্স মালিক ফ্রাঙ্ক ম্যাককোর্টও রয়েছেন। বিশ্লেষকদের মতে, দ্রুত বর্ধনশীল এই ব্যবসার মূল্য ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
ডিবিটেক/বিএমটি