বিটকয়েনের মূল্য ৫.৪৭% কমে ৮১,৫৫৪ ডলার

১০ মার্চ, ২০২৫ ১২:০৩  
১০ মার্চ, ২০২৫ ১২:০৩  
বিটকয়েনের মূল্য ৫.৪৭% কমে ৮১,৫৫৪ ডলার

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য রবিবার রাতে ৫.৪৭% কমে ৮১,৫৫৪.৬৭ ডলারে নেমে এসেছে। ক্রিপ্টো বাজারে সাম্প্রতিক মন্দার কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা তৈরির কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স।

গ্রিনিচ মান সময় অনুযায়ী রাত ২২:১৬টায় এই দরপতন রেকর্ড করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে বিটকয়েনের দাম ঊর্ধ্বমুখী থাকলেও, বাজারের মুনাফা সংগ্রহের প্রবণতা এবং বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান এর মূল্যহ্রাসে ভূমিকা রাখছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এদিকে, বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের (Ether) মূল্যও উল্লেখযোগ্যভাবে কমেছে। রাত ২২:২২টায় এটি ৫.৪% হ্রাস পেয়ে ২,০২৪.৬৮ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক মূল্য সংশোধন স্বাভাবিক হলেও বিনিয়োগকারীদের জন্য সতর্ক থাকার বার্তা দিচ্ছে। ক্রিপ্টো বাজারে অস্থিরতা অব্যাহত থাকলে আরও দরপতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে দীর্ঘমেয়াদে বিটকয়েনের শক্তিশালী অবস্থান বজায় থাকবে বলে অনেকে আশা করছেন।

ডিবিটেক/বিএমটি