অনলাইন জুয়ার প্রচারে কঠোর হচ্ছে ইউটিউব

৫ মার্চ, ২০২৫  
৫ মার্চ, ২০২৫  
অনলাইন জুয়ার প্রচারে কঠোর হচ্ছে ইউটিউব

ইউটিউব অনলাইন জুয়া সম্পর্কিত কনটেন্টের উপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে। প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়েছে, ১৯ মার্চ থেকে ইউটিউবে গুগলের অনুমোদনবিহীন জুয়ার সাইটের উল্লেখ, তাদের লোগো প্রদর্শন বা ভিডিওতে লিংক শেয়ার করা নিষিদ্ধ করা হবে। খবর দ্য ভার্জ।

নতুন নীতিমালা অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীরা বা যারা ইউটিউবে সাইনইন করেননি, তারা অনলাইন জুয়ার ভিডিও দেখতে পারবেন না। তবে অনলাইন স্পোর্টস বেটিং বা বাস্তবে ক্যাসিনোতে জুয়া খেলার ভিডিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।

ইউটিউব আরও জানিয়েছে, এমন কোনো কনটেন্ট অনুমোদিত জুয়ার সাইটের হলেও, যদি তা "নিশ্চিত লাভের প্রতিশ্রুতি" দেয়, তাহলে তা প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হতে পারে। প্ল্যাটফর্মটি বলছে, "আমরা জানি, এই পরিবর্তন অনলাইন জুয়া বিষয়ক কনটেন্ট নির্মাতাদের প্রভাবিত করতে পারে, তবে এটি আমাদের কমিউনিটির, বিশেষ করে তরুণ দর্শকদের সুরক্ষার জন্য জরুরি পদক্ষেপ।"

উল্লেখ্য, ইউটিউব ২০২১ সালে প্রথমবারের মতো মাস্টহেড বিজ্ঞাপনের জন্য জুয়ার বিজ্ঞাপন নিষিদ্ধ করে। এছাড়া ২০২২ সালে টুইচও স্লট, রুলেট ও ডাইস গেম সংবলিত জুয়ার স্ট্রিমের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল। সম্প্রতি, গুগল নতুন একটি মেশিন লার্নিং মডেল পরীক্ষার ঘোষণা দিয়েছে, যা ব্যবহারকারীদের বয়স অনুমান করে তাদের উপযোগী কনটেন্ট দেখানোর ব্যবস্থা করবে।

ডিবিটেক/বিএমটি