ইনফিনিক্সে ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

Mar 5, 2025 - 09:35
Mar 5, 2025 - 11:38
ইনফিনিক্সে ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ

বছর ঘুরে আবারও আসছে মুসলিম ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরউৎসবকে সামনে রেখে ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’ স্লোগানে নিশ্চিত ক্যাশব্যাক, উপহার বিশেষ সারপ্রাইজ পুরস্কার ঘোষণা করেছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। আগামী এপ্রিল পর্যন্ত নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে গ্রাহকরা এই অফার পাবেন

ইনফিনিক্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদে গ্রাহকরা পছন্দের  নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট এই নির্দিষ্ট মডেলগুলোর যেকোনো একটি কিনলেই  নিশ্চিত ক্যাশব্যাক পুরস্কার জেতার সুযোগ পাবেননোট ৪০এস মডেলের সাথে ক্রেতারা পাবেন ওয়্যারলেস ম্যাগনেটিক চার্জার, আর হট ৫০ প্রো এবং হট ৫০ আই স্মার্টফোনগুলোতে পাবেন বাজেট-বান্ধব দামে প্রিমিয়াম ফিচার বাজেটের মধ্যে শক্তিশালী পারফরম্যান্সের জন্য সুপরিচিত হট ৫০ আই এবং স্মার্ট মডেলও থাকছে এই সুযোগ

এছাড়াও ইনফিনিক্স স্মার্টফোন কিনলে গ্রাহকরা নিশ্চিতভাবে ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ক্রয়কৃত পণ্যের সঙ্গে থাকা কিউআর কোড স্ক্যান করলেই মিলবে নিশ্চিত অফারের সুযোগ।