বিআইজেএফ নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলো বিআইজেএফ এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। ফোরামের সদস্যদের এবং তথ্যপ্রযুক্তি অঙ্গনের গুণী ব্যাক্তিত্বদের অংশগ্রহণে সম্পন্ন হলো বিআইজেএফ এর অষ্টম নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান।
রাষ্ট্রীয় তালিকাভূক্ত বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও টেলিকম খাতের সংবাদকর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম- এর এই আয়োজনে অংশগ্রহণ করেছেন তথ্যপ্রযুক্তিখাতের সংগঠন বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ইক্যাব, মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন ও বেশ কিছু, পেশাজীবি, ব্যবসায়ী প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান ড্যাফোডিল পরিবারের গ্রুপ সিও সবুর খান, আইআইজিএবি সভাপতি আমিনুল হাকিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্কো) সভাপতি তানভীর আহমেদ, বেসিস এর সাবেক সভাপতি রাসেল টি আহমেদ, টেকনো হ্যাভেন প্রধান নির্বাহী হাবিবুল্লাহ নিয়ামুল করিম, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি শাহিদ-উল-মুনীর, গ্রামীণফোনোর হেড অব কমিউনিকেশন শরফুদ্দিন আহমেদ চৌধুরী, বাংলালিংক চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান সহ আরো অনেকে।
আয়োজনে অংশগ্রহকারীদের ফুলেল শুভেচ্ছায় ভরে যায় অভিষেক মঞ্চ। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আগতদের স্বতঃস্ফর্ত অংশগ্রহণে বুধবার রাত পরিণত হয়েছিলো প্রযুক্তি পরিবারের মিলন মেলায়। এসময় নানা দেশের তথ্যপ্রযুক্তি খাতের অতীতের স্মৃতিচারণ করে ভবিষ্যত বিনির্মাণ নিয়ে আলাপ করেন তারা।
অনুষ্ঠানে নতুন কার্যনির্বাহিনী কমিটির সভাপতি হিটলার এ হালিম, সহসভাপতি ভূইয়াঁ ইনাম লেনিন, সাধারণ সম্পাদক সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তুষার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম শান্ত, প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান এবং নির্বাহী সদস্য নাজনীন নাহার ও এনামুল কবির ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
নবনির্বাচিত বিআইজেএফ নব নির্বাচিত সদস্যদের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন বিভিন্ন সংগঠনের নেতারা। শুভেচ্ছা তুলে দেন ওয়ালটন ডিজিটেক এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন ও অগাস্টিন সুজন; গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের প্রধান আকরিক সুরেকা, বাংলালিংকের হেড অব কমিউনিকেশন তৌহিদুল ইসলাম, মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল বাসার, বাক্য সধারণ সম্পাদক ফয়সাল আলিম, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ, ইনফো পাওয়ারের এক্সটার্নাল কমিউনিকেশন স্পেশালিস্ট জুবিয়া ঝুমা, স্মার্ট টেকনোলজিস এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার ফারুক রহমান, বিকাশের জেনারেল ম্যানেজার রোকসানা আক্তার মিলি, অল্টার ক্যানভাস এক্সিকিউটিভ ক্যাটরিনা বৃষ্টি, ব্যাকপেজ পিয়ারে এসোসিয়েট একাউন্ট ডিরেক্টর আজম চৌধুরী, আইএসপিএবি অফিস সেক্রেটারি বিজয় কুমার পাল, বিডিকম প্রোজেক্ট ম্যানেজার এস এম ফিরোজ আহমেদ, গিগাবাইট কান্ট্রি ডিরেক্টর আনাস খান, হুয়াওয়ে বাংলাদেশ এর মিডিয়া বিভাগের প্রধান তানভীর আহমেদ, অপো বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ম্যানেজার নাজমুস সাকিব, রিয়েলমি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহেদ মোরশেদ জায়গীরদার প্রমুখ।