ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্ক, বাজলো ভার্চুয়াল সতর্কবার্তা

ভূমিকম্পে কাঁপল দেশ, আতঙ্ক, বাজলো ভার্চুয়াল সতর্কবার্তা
২১ নভেম্বর, ২০২৫ ১০:৪৮  
২১ নভেম্বর, ২০২৫ ১৮:৪০  

রিখটার স্কেলে ৫.২ মাত্রার ভূকম্পনে কাঁপল দেশ। ২১ নভেম্বরের সকালটা রাজধানী বাসীর জন্য হয়ে উঠলো আতঙ্কের। সকাল ১০টা ৩৮ মিনিটে গুগল অ্যালার্ট থেকে স্মার্টফোনে বেজে ওঠে সতর্ক বার্তা।

গুগল এলার্ট বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো ঢাকার অদূরে ঘোড়াশালে। সেই কম্পন ঢাকাতেও অনুভূত হয় ১৫-২০ সেকেন্ড। ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ওই সময় উচু ভবনগুলো দ্যুলতে থাকে। চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ ছিল স্ট্যাবল। ফলে প্রথম ধাক্কা থামতেই ফোনে ও অ্যাপে শুরু সবাই যোগাযোগ শুরু করেনে একে অপরের সঙ্গে। খোঁজ নেন স্বজনদের।  তবে ফায়ার সার্ভিসের কাছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে। ওদিকি অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিসেট্ম বলছে, সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২, উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি।

ভূমিকম্পের পর আতঙ্কে হলের বাইরে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিভিন্ন ভবন থেকে হুড়মুর করে নিচে নামতে থাকেন ছুটির দিনে ফুরফুরে অবসরে থাকা নাগরিকরা। মুহূর্তের ঝাঁকুনিতে আতঙ্কিত মানুষ মোবাইল ফোনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা স্বজনদের খবর নেন।

ঢাকার কয়েকটি ভবন হেলে পড়া ও মিরপুরের দেওয়ান পাড়া ও খিলক্ষেত একটি ভবনে ফাটল সহ বিচ্ছন্ন বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে। ভূ-কম্পন অনুভূত হওয়ায় শেরেবাংলা স্টেডিয়ামে চলমান আয়াল্যান্ড-বাংলাদেশ ম্যাচ তিন মিনিট বন্ধ ছিল। ফের খেলা শুরু হলে তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।  প্রথম বলে দুর্দান্তভাবে ডোয়েনিকে (৪৬) এবং তৃতীয় বলে ম্যাকব্রাইনকে সাজ ঘরে পাঠান তিনি। ডিবিটেক/আইএইচ