যবিপ্রবিতে পোশাক কারখানার সবুজ ভবিষ্যত নিয়ে সেমিনার অনুষ্ঠিত

১৩ এপ্রিল, ২০২৫  
১৩ এপ্রিল, ২০২৫  
যবিপ্রবিতে পোশাক কারখানার সবুজ ভবিষ্যত নিয়ে সেমিনার অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিশ্বের পরিবেশ দূষণ হ্রাস করার লক্ষ্যে পরিবেশ বান্ধব উৎপাদন ব্যবস্থা গ্রহণ এবং সেটি বাস্তবায়নের জন্য দক্ষ ও যোগ্য জনবল তৈরির মাধ্যমে সকলের বাসযোগ্য একটি দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে ‘টেক্সটাইল সার্কুলার অ্যান্ড সাসটেইনাবিলিটি- এ পাথ টু এ গ্রিনার ফিউচার’  শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার যবিপ্রবির কেন্দ্রীয় গ্যালারিতে “টেক্সটাইল সার্কুলার অ্যান্ড সাসটেইনাবিলিটি এ পাথ টু এ গ্রিনার ফিউচার” শীর্ষক সেমিনারটি আয়োজন করে যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘টেক্সটাইল বাংলাদেশের একটি অন্যতম সেক্টর। এটিকে বাংলাদেশের আলো বলা যেতে পারে। কারণ এই সেক্টর যদি নিম্নগামী হয় তবে বাংলাদেশের অর্থনীতি নিম্নগামী হবে এবং এটি যদি বিস্তৃত হয় তবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি উর্ধ্বগামী হবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম মাধ্যম টেক্সটাইল। টেক্সটাইল সংশ্লিষ্ট কাজের জন্য প্রতি বছর ব্যাপক হারে পরিবেশ দূষিত হয় যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের অন্যতম দায়িত্ব পরিবেশ রক্ষা করা। কিভাবে পরিবেশ রক্ষা করতে হবে এবং কিভাবে পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিবেশের স্থায়িত্ব বৃদ্ধি করতে হবে সে বিষয়ে তোমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমাদের সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এ ধরনের সেমিনার বেশি বেশি আয়োজনের মাধ্যমে তোমাদের জ্ঞান ও দক্ষতার পরিমাণ আরও বাড়বে যার মাধ্যমে দেশ তথা বিশ্বের পরিবেশ উন্নয়নে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার এ.এস.এম. হাফিজুর রহমান নিক্সন, নির্বাহী পরিচালক, আরএইচ কর্পোরেশন (আজিজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান), ঢাকা, বাংলাদেশ এবং অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, স্কয়ার নিট কম্পোসিট পিএলসি’র সিওও তরুণ কুমার মিস্ত্রি    

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এ সেমিনারে সভাপতির বক্তব্য প্রদান করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সালমা খাতুন শিলা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যবিপ্রবি রিসার্চ সেলের উপ-পরিচালক ড. কে. এম. আনিছ-উল-হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. এস. এম. নুর আলম। সেমিনারে আরো উপস্থিত ছিলেন যবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সেমিনারটি উপস্থাপন করেন যবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী তানজিম হোসেন ও মোঃ সাফি।