মোবাইলফোন খুইয়েছেন মাহমুদুর রহমান

১২ এপ্রিল, ২০২৫  
১২ এপ্রিল, ২০২৫  
মোবাইলফোন খুইয়েছেন মাহমুদুর রহমান

 রাজাধানীর সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যাওয়ার পথে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইলফোন হারিয়ে গেছে। শনিবার (১২ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকার ফেসবুক পেজে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘কারওয়ান বাজার থেকে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মোবাইল ফোন হারিয়ে গেছে। কেউ পেয়ে থাকলে আমার দেশ পত্রিকার কারওয়ান বাজার অফিসের ঠিকানায় পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হলো।  ‘আমার দেশ অফিসের যোগাযোগের নম্বর: 09666747400। ঠিকানা: ৮ম তলা, ঢাকা ট্রেড সেন্টার, ৯৯ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা। ’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ জনতার উপস্থিতিতে গাজাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতির মধ্য দিয়ে ঘোষণাপত্র পাঠ শেষে মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। সবার পক্ষে ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপর বিকাল সোয়া ৪টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের মোনাজাতের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়। 

এর আগে বিকাল সোয়া ৩টার দিকে বিখ্যাত কারী আহমদ বিন ইউসুফের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে এতে সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক।

প্রসঙ্গত, কর্মসূচিতে আসা অসংখ্য মানুষের ভীড়ে উদ্যানে ভরে গিয়ে পাশের রমনা পার্কে অবস্থান নেন বিক্ষোভকারীরা।