ভিভোর ১ মডেলের ২ রঙের ৩ নতুন স্মার্টফোন

Feb 18, 2025 - 18:15
Feb 18, 2025 - 19:31
ভিভোর ১ মডেলের ২ রঙের ৩ নতুন স্মার্টফোন

দীর্ঘস্থায়ী ব্যাটারি ও টেকসই নকশায় ভিভো ওয়াই২৯ মডেলের তিনটি স্মার্টফোন দেশের বাজারে এনেছে ভিভো। ফোনগুলোতে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন, স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর এবং ১২০ হার্জ স্মুথ ডিসপ্লের মত ফিচার রয়েছে বলে জানিয়েছে ভিভো বাংলাদেশ। তাদের দাবি, ভিভোর ব্লুভোল্ট প্রযুক্তি ব্যাটারির পারফরম্যান্স ও কুলিং সিস্টেম উন্নত করেছে, যা ফোনটিকে অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে। 

ফোনটির এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স সার্টিফিকেশন এবং মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন রয়েছে। মেটালিক হাই-গ্লস ফ্রেম ও ছোট থ্রিডি প্লেট নকশার মধ্যম বাজেটের ফোনটি  “এলিগেন্ট হোয়াইট” ও “নোবেল ব্রাউন” রঙে পাওয়া যাচ্ছে। 

ওয়াই২৯ মডেলের ফোরটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি রম এর মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রমের স্মার্টফোনের দাম পড়বে যথাক্রমে ২১,৯৯৯ এবং ১৯,৯৯৯ ও টাকা।