১২ এপ্রিল দেশে প্রথম এ আই অলিম্পিয়াড

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) যৌথ উদ্যোগে আগামী ১২এপ্রিল ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় দেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছ্ ”এ আই অলিম্পিয়াড ২০২৫”। অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হবে ২০ শে ফ্রেবুয়ারি থেকে এবং চলবে ১৫ই মার্চ পর্যন্ত। অলিম্পিয়াডের অ্যাসেসমেন্ট চলবে ১৬-২৫ মার্চ পর্যন্ত এবং এআই অলিম্পিয়াডের গ্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ১২ এপ্রিল ২০২৫।
অলিম্পিয়াড আয়োজন এবং এর বিশেষত্ব নিয়ে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান। সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. নাদির বিন আলী। সভাপতিত্ব করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির প্রক্টর ও মাল্টিমিডিয়া ও ক্রিয়েটিভ টেকনোলজি পডপার্টমেন্টের অধ্যাপক ড. শেখ মোঃ আল্ল্যাইয়ার, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের (দীপ্তি) নির্বাহী পরিচালক ও এ আই অলিম্পিয়াড ২০২৫ এর আহ্বায়ক রথীন্দ্রনাথ দাস প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতা তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। প্রাথমিক স্তরে এআই সম্পর্কে জানতে চায় সেসব স্কুল শিক্ষার্থী; মাধ্যমিক স্তরে এইচএসসি এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে যারা এআই সম্পর্কে মৌলিক জ্ঞান রাখে তারা এবং উচ্চতর স্তরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গবেষক এবং পেশাদাররা অংশ নিতে পারবেন।
আয়োজকরা জানান, এআই অলিম্পিয়াড হবে একটি সর্বজনীন প্রতিযোগিতা, যেখানে থাকবে- প্রজেক্ট উপস্থাপনা যেখানে এআই ভিত্তিক সমাধান প্রদর্শন করা হবে। থাকবে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা যেখানে এআই শিল্প নেতারা অংশগ্রহণ করবেন এবং আরো থাকবে প্রশিক্ষণ কর্মশালা যা এআই এর সর্বশেষ প্রযুক্তি শেখাবে। এছাড়া সেরা এআই উদ্ভাবকদের জন্য থাকবে পুরস্কার ও স্কলারশিপ।