আয় বাড়াতে অ্যাপল ম্যাপে যুক্ত হচ্ছে বিজ্ঞাপন

অ্যাপল ম্যাপে বিজ্ঞাপন আসতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। প্রযুক্তি জায়ান্টটি তাদের পরিষেবা খাত থেকে আয়ের পরিমাণ বাড়াতে এই উদ্যোগ নিচ্ছে, যা গুগল ম্যাপের মতো ব্যবসায়ীদের জন্য অর্থপ্রদানের মাধ্যমে প্রচারের সুযোগ দেবে। খবর ইন্ডিয়ান টাইমস।
জানা গেছে, অ্যাপলের বোর্ড মিটিংয়ে ম্যাপে বিজ্ঞাপন যোগ করার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও ২০২২ সাল থেকেই এই পরিকল্পনা নিয়ে আলোচনা চলছিল, তবে অজানা কারণে এটি বিলম্বিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, গুগল ম্যাপের মতোই বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা করছে অ্যাপল, যেখানে স্পনসরকৃত ব্যবসাগুলো সার্চ রেজাল্টে বিশেষভাবে হাইলাইট হবে।
অ্যাপল সাম্প্রতিক বছরগুলোতে হার্ডওয়্যার বিক্রিতে স্থবিরতা লক্ষ্য করায় পরিষেবা খাতে বিনিয়োগ বাড়িয়েছে। অ্যাপল ইনসাইডার জানিয়েছে, কোম্পানিটি কেবল পরিষেবা খাত থেকেই ১০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় করেছে।
অ্যাপল টিভি, অ্যাপল মিউজিক এবং অ্যাপল মিউজিক ক্লাসিক্যাল-এর মতো অ্যাপগুলো অ্যান্ড্রয়েডেও চালু করেছে, এবং ভবিষ্যতে আরও পরিষেবা সম্প্রসারণের পাশাপাশি বিজ্ঞাপনসহ নতুন আয়ের উৎস চালু করতে পারে।
ডিবিটেক/বিএমটি