ক্রেডিট কার্ড ব্যবহারে ভারতকে হটিয়ে যুক্তরাষ্ট্র

গত ডিসেম্বরে দেশের অভ্যন্তরে ১৫ দশমিক ১১ শতাংশ এবং বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ। ওই মাসে ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন থেকে জানা গেছে, ডিসেম্বরে ক্রেডিট কার্ডে বিদেশের ডিপার্টমেন্টাল স্টোরে খরচের পরিমাণ ছিল ১৫৩ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। ডিসেম্বরে এই খাতে বাংলাদেশিরা খরচ করেছেন ৮২ কোটি টাকা।
প্রতিবেদন থেকে আরো জানা যায়, গত বছরের শেষ মাসটিতে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৩ হাজার ২১৫ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪২২ কোটি টাকা বা ১৫ দশমিক ১০ শতাংশ। ডিসেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯১ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৩১ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ।
ডিসেম্বরে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ডিসেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে ৭৪ কোটি টাকা। নভেম্বর মাসে দেশটিতে খরচের পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা। সেই হিসেবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।
ক্রেডিট কার্ডে মোট খরচের ১৫ দশমিক ১২ শতাংশই হয়েছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৬৪ কোটি টাকা। এটি মোট খরচের ১৩ দশমিক ১৮ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বাংলাদেশিরা খরচ করেছেন ৪০ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৭ কোটি টাকা।
প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, পূর্বে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করা হলেও গেলো ডিসেম্বরে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে থাকে। গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে। এতে জুলাইয়ে বাংলাদেশ থেকে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি। এসব কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে।