এআই সুবিধাযুক্ত নিও কিউএলইডি ৮কে টিভি

নিউরাল নেটওয়ার্কস সুবিধার ৮৫-ইঞ্চি ৮০০০ রেজ্যুলেশনের টেলিভিশন বিশ্ববাজারে অবমুক্ত করেছে স্যামসাং। নিও কিউএলইডি সিরিজের টিভির মডেল নম্বর ৮৫কিউএন৯০০ডি। প্রযুক্তির হালনাগাদের মাধ্যমে সাধারণ ৪কে টিভির তুলনায় এই টিভিতে চারগুণ উন্নত রেজ্যুলুশন এবং পিকচার কোয়ালিটি পাবেন ব্যবহারকারীরা।
প্রথম ব্র্যান্ড হিসেবে দেশে অফিশিয়ালি এই ৮কে টিভি বাজারজাত শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। স্যামসাং ইলেকট্রনিক্সের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানান, “যারা পছন্দের মুভি, গান, কিংবা প্রিয় দলের ম্যাচ উপভোগের ক্ষেত্রে একদমই ছাড় দিতে চান না, তাদের পছন্দের শীর্ষে থাকবে আমাদের এই নতুন নিও কিউএলইডি এইটকে টিভি। আপনার বাড়ির বসার ঘরেই বিনোদনের এক বিশাল জগত গড়ে তুলতে এটি সেরা সমাধান হতে পারে”।
স্যামসাংয়ের এই ৮কে এআই টিভিতে রয়েছে ৫১২ এআই নিউরাল নেটওয়ার্কস সুবিধাযুক্ত অত্যাধুনিক এআই-পাওয়ার্ড এনকিউ৮ এআই জেন৩ ৮কে প্রসেসর, যা সমসাময়িক অন্যান্য মডেলের চেয়ে টিভিটিকে অনেকাংশে এগিয়ে রেখেছে। এআই এর সাহায্যে টিভিটি স্বয়ংক্রিয়ভাবে ছবি এবং শব্দ আপস্কেল, সাজেস্ট এবং অপ্টিমাইজ করে দুর্দান্ত ৮কে অভিজ্ঞতা দেবে বলে দাবি নির্মাতাদের।
“নক্স” সিকিউরিটি যুক্ত টিভিটি ইনফিনিটি এয়ার ডিজাইনে নির্মিত, যা মাত্র ১২.৯ মিমি পুরু এবং জিরো বেজেল স্ক্রিন। এর মোশন এক্সেলেরেটর ২৪০ হার্জ, যার ২৪০ হার্জ রিফ্রেশ রেট। টিভিটিতে ব্যবহৃত হয়েছে স্যামসাং টাইজেন অপারেটিং সিস্টেম।
স্যামসাংয়ের সকল রিটেইল স্টোর থেকে ৮৫কিউএন৯০০ডি এআই টিভিটি কেনা যাবে সাড়ে ১০ লাখ টাকায়। সাথে থাকছে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা।