সনির পিএস৫ বিক্রিতে মন্দার আশঙ্কা

২০২০ সালে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ৭৭.৮ মিলিয়ন প্লেস্টেশন ৫ (পিএস৫) বিক্রি করেছে সনি, যা প্রায় একই সময়ের মধ্যে পিএস৪-এর বিক্রির (৭৯.১ মিলিয়ন) সঙ্গে প্রায় সমান। খবর এনগ্যাজেট।
সর্বশেষ প্রান্তিকে ২.৮ মিলিয়ন ইউনিট সরবরাহ করা হয়েছে। তবে ২০২৪ অর্থবছরে ১৮.৫ মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছে, যা আগের বছরের ২০.৮ মিলিয়নের তুলনায় কম।
তবে গেম বিক্রি ৯ শতাংশ বেড়ে যাওয়ায় প্লেস্টেশন বিভাগের মুনাফা বছরে ৪৩ শতাংশ বেড়েছে। বেশিরভাগ রাজস্ব এসেছে তৃতীয় পক্ষের গেম বিক্রি থেকে, কারণ সনি এ বছর এখন পর্যন্ত কেবল একটি ফার্স্ট-পার্টি গেম মুক্তি দিয়েছে।
২০২৫ সালে রাজস্ব স্থির থাকবে বলে পূর্বাভাস দিয়েছে সনি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে ট্যারিফের কারণে ১০০ বিলিয়ন ইয়েন (প্রায় ৭০০ মিলিয়ন ডলার) ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ট্যারিফ বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপানো হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রেই পিএস৫ উৎপাদনের সম্ভাবনাও বিবেচনা করছে সনি।
ডিবিটেক/বিএমটি