অ্যামাজনের ডিভাইস ও সার্ভিস ইউনিটে ছাঁটাই

১৫ মে, ২০২৫  
১৫ মে, ২০২৫  
অ্যামাজনের ডিভাইস ও সার্ভিস ইউনিটে ছাঁটাই

অ্যামাজন তাদের ডিভাইস ও সার্ভিস ইউনিটে প্রায় ১০০টি পদে ছাঁটাই করেছে। এই ইউনিটটি কিন্ডল, একো স্পিকার, অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং জুক্স স্বচালিত গাড়িসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য উন্নয়নের সঙ্গে জড়িত। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানায়, এই পদক্ষেপটি নিয়মিত ব্যবসা পর্যালোচনার অংশ এবং ইউনিটের মোট কর্মীর তুলনায় ছাঁটাইয়ের সংখ্যা সামান্য।

এক বিবৃতিতে অ্যামাজন জানায়, তাদের দল ও কর্মসূচিকে আরও দক্ষ করতে এবং পণ্যের রোডম্যাপের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেও অ্যালেক্সা ও অন্যান্য ইউনিটে ছোট পরিসরে ছাঁটাই করা হয়েছিল।

তবে এ বছরের প্রথম প্রান্তিকে অ্যামাজন প্রায় ৪,০০০ নতুন কর্মী নিয়োগও দিয়েছে। উল্লেখ্য, মার্চে অ্যালেক্সায় জেনারেটিভ এআই সংযোজনের মাধ্যমে বড় রূপান্তর আনে অ্যামাজন।

ডিবিটেক/বিএমটি