পোস্টম্যানরা পেলেন ই-বাইক

১৫ এপ্রিল, ২০২৫  
১৫ এপ্রিল, ২০২৫  
পোস্টম্যানরা পেলেন ই-বাইক

ডাকের রানার খ্যাত পোস্টম্যানদের জন্য দেয়া হলো ৫০ টি ই-বাইক। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর জিপিওতে আনুষ্ঠানিকভাবে লাল রঙের এই বিদ্যুৎ চালিত মোটরসাইকেল বা ই-বাইকগুলো হস্তান্তর করা হয়। বাইকগুলোর পেছনে মালামাল বহনের জন্য বিশেষ বাক্স সংযুক্ত করা রয়েছে।

দুপুরে আনুষ্ঠানিক ভাবে পোস্টম্যানদের কাছে ই-বাইকের চাবি হস্তান্তর করেন প্রধান উপদেষ্টার  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।   এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাব উদ্দীন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের লক্ষ্য সংস্কারের মধ্য দিয়ে ডাক বিভাগকে রিফর্ম করা। ডাকের যে সেবাগুলো সেগুলো মানুষের কাছে আরও কীভাবে সহজভাবে পৌঁছে দেওয়া যায়, পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা সেগুলো দূর করার এবং নতুন কিছু করার উদ্যোগ নিয়ে ডাকবিভাগের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশবান্ধব এসব বাইক ডাকবিভাগের বিলি ব্যবস্থাপনায় গতি আনবে।

ডাক বিভাগ সূত্রে জানায়, আধুনিক প্রযুক্তি ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দেশের ডাক ও পার্সেল ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পোস্টম্যান বা রানারদের জন্য ই-বাইক বরাদ্দ দেওয়ার ফলে শহর থেকে গ্রামীণ অঞ্চল পর্যন্ত চিঠিপত্র ও পার্সেল পৌঁছাতে সময় যেমন কম লাগবে, তেমনি কর্মীদের কষ্টও লাঘব হবে।

পোস্টম্যানরা পাবেন ই-বাইক!