‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না’ খবরটি সত্য নয়

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবছর কুচকাওয়াজ হবে না বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়েছে, ঢাকা ছাড়া সারাদেশের ৬৩ জেলায় স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
রবিবার (১৬মার্চ) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। জাতীয় স্টেডিয়াম সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সব জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে প্রেস উইং।
প্রসঙ্গত, এ বছর স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হচ্ছে না জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘আমরা কোনো আনন্দ-উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না।’ আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তাঁর এ মন্তব্যের পর বেশ প্রতিক্রিয়া চলছে, অনেকে সমালোচনা করছেন। এমন প্রেক্ষাপটে স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ না হওয়ার কারণ ব্যাখ্যা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
https://www.facebook.com/shafiqul.alam.71216/posts/29715612604696252?ref=embed_post