ফেব্রুয়ারিতে দেশে আসছে এআই গিম্বল

Jan 23, 2025 - 16:59
ফেব্রুয়ারিতে দেশে আসছে এআই গিম্বল

আসছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দেশের ভ্লগার প্রযুক্তি বাজারে আসছে এআই প্রযুক্তির গিম্বল। ইন্টিলিজেন্স ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তিতে বিশ্বে নেতৃস্থানীয় চীনা ব্র্যান্ড ওহেম (Hohem) এর দুইটি মডেলের গিম্বল দেশের বাজারে ছাড়তে যাচ্ছে বাংলাদেশের প্রযুক্তি পণ্যবিপনন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড।

পুঁজিবাজারে তালিকভূক্ত এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে গত ২০ জানুয়ারি ধানমন্ডির গ্রীন গার্ডেনে ওহেম ব্র্যান্ডের নতুন ২টি গিম্বল উন্মোচন করে। মডেল দুটি হলো- Hohem iSteady X3 SE এবং Hohem iSteady M7।

এর মধ্যে প্রথমটি ডিটাচেবল রিমোট এর মাধ্যমে ব্যবহার করা যায়। আর দ্বিতীয়টিতে ব্যবহৃত হয়েছে ডিপ লার্নিং প্রযুক্তি। ফলে এআই সেন্সর ক্যামেরার মাধ্যমে এই গিম্বলটি দিয়ে মানুষ এবং যেকোনো বস্তুর গতিবিধির ভিডিও ধারন করা যায়।