চ্যাটজিপিটির তিন বছর

চ্যাটজিপিটির তিন বছর
১ ডিসেম্বর, ২০২৫ ১৭:৩৩  

তিন বছর আগে ৩০ নভেম্বর ওপেনএআই ‘চ্যাটজিপিটি’ নামের কথোপকথনভিত্তিক একটি মডেল উন্মুক্ত করে। সাধারণ একটি ঘোষণা হলেও পরবর্তী তিন বছরে এটি প্রযুক্তি ও ব্যবসার জগতে এক নাটকীয় পরিবর্তন এনে দেয়। আজও অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকায় চ্যাটজিপিটি শীর্ষে রয়েছে, আর এর প্রভাবে বাজারে এসেছে অসংখ্য জেনারেটিভ এআই পণ্য। খবর টেকক্রাঞ্চ।

টেকক্রাঞ্চকে দেওয়া সাক্ষাৎকারে এম্পায়ার অব এআই-এর লেখক ক্যারেন হাও বলেন, ওপেনএআই আজ অনেক রাষ্ট্রের চেয়েও শক্তিশালী এক প্রতিষ্ঠান; যা বৈশ্বিক রাজনীতি থেকে ব্যক্তিগত জীবনের কাঠামো পর্যন্ত বদলে দিচ্ছে। 

দ্য আটলান্টিক-এর চার্লি ওয়ারজেল মনে করেন, আমরা এখন “চ্যাটজিপিটি নির্মিত পৃথিবীতে” বাস করছি—এক অনিশ্চয়তায় ভরা সময়, যেখানে তরুণরা চাকরির ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় আর বয়োজ্যেষ্ঠরা তাদের দক্ষতা টিকে থাকবে কিনা তা নিয়ে শঙ্কায়।

অন্যদিকে অনেকে এআই–নির্ভর ভবিষ্যৎকে আশাব্যঞ্জক হিসেবেও দেখছেন। ব্লুমবার্গের বিশ্লেষণে দেখা যায়, চ্যাটজিপিটির সূচনার পর এনভিডিয়ার শেয়ারের মূল্য বেড়েছে ৯৭৯%। প্রযুক্তিনির্ভর শীর্ষ সাত কোম্পানি এখন এসঅ্যান্ডপি ৫০০–এর মোট ওজনের ৩৫% দখল করে, যা তিন বছর আগেও ছিল মাত্র ২০%।

তবে বহু প্রযুক্তি নির্বাহী স্বীকার করছেন, এআই–এ এখন এক ধরনের “বাবল” বা উন্মাদনা চলছে। ওপেনএআই–এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানও আগেই সতর্ক করে বলেছেন—এই ক্ষেত্রে কেউ কেউ বিশাল ক্ষতির মুখে পড়বে। তবুও অনেকের বিশ্বাস, ইন্টারনেটের মতো এআই–ও দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতিতে বিপুল মূল্য তৈরি করবে।

ডিবিটেক/বিএমটি