জেনারেটিভ এআই ভয়ংকর : জেমস ক্যামেরন

জেনারেটিভ এআই ভয়ংকর : জেমস ক্যামেরন
১ ডিসেম্বর, ২০২৫ ২০:০০  

‘অ্যাভাটার’ সিরিজের পরিচালক জেমস ক্যামেরন বরাবরই প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণে এগিয়ে। বিশেষ করে নীল বর্ণের নাভি জনগোষ্ঠীকে ফুটিয়ে তুলতে তাঁর ব্যবহৃত পারফরম্যান্স ক্যাপচার প্রযুক্তি বিশ্বজুড়ে প্রশংসিত। তবে এত প্রযুক্তিপ্রবণ হয়েও জেনারেটিভ এআই সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি একদমই ইতিবাচক নয়।

সিবিএস সানডে মর্নিং–এ দেওয়া এক সাক্ষাৎকারে, আসন্ন ছবি অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ–কে ঘিরে ক্যামেরন বলেন—পারফরম্যান্স ক্যাপচারকে অনেকেই এআই বলে ভুল করে থাকেন, কিন্তু বাস্তবে এই দুই প্রযুক্তির মধ্যে গভীর পার্থক্য রয়েছে। তাঁর ভাষায়, এটি “সম্পূর্ণ বিপরীত”।

ক্যামেরন বলেন, বছরের পর বছর মানুষ ভেবেছে ‘‘কম্পিউটারের সাহায্যে যেন অভিনেতাদের বদলে দেওয়া হচ্ছে’’। কিন্তু পরিচালক–অভিনেতার যে স্বতঃস্ফূর্ত সৃজনশীল মুহূর্ত—পারফরম্যান্স ক্যাপচার তা সংরক্ষণ করে, প্রতিস্থাপন নয়। সাক্ষাৎকারে দেখা যায়, ‘অ্যাভাটার’ অভিনেতারা ২ লাখ ৫০ হাজার গ্যালন পানি ভর্তি ট্যাংকে পানির নিচের দৃশ্য ধারণ করছেন।

অন্যদিকে জেনারেটিভ এআই–কে তিনি দেখছেন পুরোপুরি ভয়ের জায়গা থেকে। তাঁর কথায়, এআই “একটি চরিত্র, একটি অভিনেতা এমনকি পুরো অভিনয়ই টেক্সট প্রম্পট দিয়ে বানিয়ে ফেলতে পারে”—যা তাঁর মতে সিনেমার মৌলিক মানব–সৃজনশীলতা নষ্ট করার মতো। “না, এটা ভয়ংকর… আমরা যা করছি, তার সম্পূর্ণ বিপরীত,” বলেন ক্যামেরন।

ডিবিটেক/বিএমটি