নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ ভারতের

নতুন স্মার্টফোনে বাধ্যতামূলক সরকারি অ্যাপ প্রিলোডের নির্দেশ ভারতের
১ ডিসেম্বর, ২০২৫ ১৫:০০  

ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয় একটি গোপন নির্দেশের মাধ্যমে সব স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানকে নতুন মোবাইল ফোনে বাধ্যতামূলকভাবে সরকারি সাইবার নিরাপত্তা অ্যাপ সঞ্চার সাথী প্রিলোড করতে বলেছে। নির্দেশ অনুযায়ী, এই অ্যাপ ব্যবহারকারী চাইলে ডিলিট করতে বা ইনঅ্যাক্টিভ করতে পারবেন না। খবর রয়টার্স।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল বাজার, যেখানে ১২০ কোটিরও বেশি সংযোগ রয়েছে। সরকার জানায়, চলতি বছর জানুয়ারিতে চালু হওয়া অ্যাপটি ইতোমধ্যে সাত লাখের বেশি হারানো মোবাইল উদ্ধার করতে সাহায্য করেছে; কেবল অক্টোবরেই উদ্ধার হয়েছে ৫০ হাজার ফোন।

এই নির্দেশে অ্যাপল, স্যামসাং, ভিভো, অপো এবং শাওমির মতো প্রধান নির্মাতারা বাধ্য থাকবে। তবে অ্যাপলের অভ্যন্তরীণ নীতিতে বিক্রির আগে কোনো সরকারি বা তৃতীয় পক্ষের অ্যাপ প্রিলোড করা নিষিদ্ধ, ফলে নতুন করে বিরোধের সম্ভাবনা দেখা দিয়েছে।

নতুন নির্দেশে নির্মাতাদের ৯০ দিনের মধ্যে প্রিলোড নিশ্চিত করতে বলা হয়েছে। যেসব ফোন ইতোমধ্যে সরবরাহ চেইনে রয়েছে, সেগুলোতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে অ্যাপ যুক্ত করতে হবে।

সরকারের দাবি, নকল বা ভুয়া আইএমইআই শনাক্তকরণ, সাইবার প্রতারণা প্রতিরোধ ও চুরি যাওয়া ফোন ট্র্যাকিংয়ে অ্যাপটি অত্যন্ত কার্যকর।

ডিবিটেক/বিএমটি