১৪ নভেম্বর গুলশানে ই-ক্লাব ফ্যামিলি নাইট
আগামী ১৪ নভেম্বর, শুক্রবার ঢাকার গুলশান সেলিব্রিটি হলে বসছে দেশি উদ্যোক্তাদের মিলনমেলা। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ‘ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫’ নামের এই মেলায় থাকবেন দেশের ৫০০-এরও বেশি নিবন্ধিত উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা-অভিনেত্রী, জাতীয় ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়রা।
বাঁশির জাদু সঙ্গে গান ও নাচ পরিবেশনা এবং ফ্যাশন র্যাম্প শো থাকছে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত। র্যাম্পশো-তে কোরিওগ্রাফি করবেন ফ্যাশন ডিরেক্টর বলুবলু টুম্পা ও তার টিম। গান গাইবেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা।
ইভেন্টটি পৃষ্ঠপোষকতা করছে বিপিও প্রতিষ্ঠান স্কাইটেক সল্যুশন। অতিথি ও সদস্যদের জন্য থাকছে ঐতিহ্যবাহী মেজবানি ডিনার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-তে ১১ নভেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে “ই-ক্লাব ফ্যামিলি নাইট ২০২৫” এর প্রোগ্রাম কনভেনর ফাহমিদা আহমেদ এবং কো-কনভেনর আব্দুর রহমান নিপু। এসময় ই-ক্লাব প্রেসিডেন্ট মোঃ কামরুল হাসান, সেক্রেটারি জেনারেল মোঃ সোলাইমান আহমেদ জিসান, ই-কমার্স ডিরেক্টর এস এম মাহমুদ শারাফাত, এবং মেম্বারশিপ ডিরেক্টর অবনী আহমেদ উপস্থিত ছিলে
ডিবিটেক/এমএস/ইক







