ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে এক ডজন নাটক

৫ জুন, ২০২৫ ১০:২৬  
৫ জুন, ২০২৫ ১২:২৭  
ঈদে সিএমভি’র ইউটিউব চ্যানেলে এক ডজন নাটক

এই ঈদে সিএমভি’র ব্যানারে মোট ১২টি নাটক মুক্তি পাচ্ছে। যার মধ্যে রয়েছে ‘ভালো থেকো’, ‘চুপকথা’, ‘তবুও মন', ‘৪২’, ‘মেঘের বাড়ি যাবো’, ‘ফুলপুর ব্রিজ’,‘চিলেকোঠার বাদশাহ’,‘এক ব্যাগ টাকা’, 'লাভ ইউ টিচার', ‘মন মঞ্জিল’. 'আশিকি' এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’। 

ঈদের বিশেষ এই নাটকগুলো ক্রমশ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, চাঁদরাত থেকে। নাটকগুলোতে অভিনয় করেছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকারা। এরমধ্যে রয়েছেন অপূর্ব, মেহজাবীন, আফরান নিশো, তানজিন তিশা, জোভান, টয়া, আখম হাসান, নাদিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সাফা কবির, তৌসিফ মাহবুব, নাজনীন নিহা, তটিনী, ইয়াশ রোহান প্রমুখ।

সিএমভি জানায়, ঈদের দিন থেকে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকগুলো। এরমধ্যে রয়েছে সাজ্জাদ সনির পরিচালনায় ‘খুঁজি তোমায়’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ‘তুমি ভালো থেকো’ নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।

জোভান ও টয়ার নাটক ‘৪২’। এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। অপূর্ব-মেহজাবীনের নাটক ‘মেঘের বাড়ি যাবো’ নির্মাণ করেছেন বি ইউ শুভ। সজীব মাহমুদের ‘ফুলপুর ব্রিজ’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির। জোভান ও শার্লিন ফারজানাকে নিয়ে এহসানুল হক নির্মাণ করেছেন ‘চিলেকোঠার বাদশাহ’। 

‘এক ব্যাগ টাকা’য় দেখা যাবে আখম হাসান ও নাদিয়াকে। এটি নির্মাণ করেছেন সজীব চিশতি।  ‘মন মঞ্জিল’ নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। কান্তি ভূষণ তরফদারের চিত্রনাট্যে ‘ভালো থেকো’ নাটক পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। কিঙ্কর আহসানের মৌলিক গল্পে নির্মিত তবুও মন নাটকের চিত্রনাট্য রচনা করেছেন রাব্বি হোসেন, মানজুলুল হক ও নাহিদ আহসান। নির্মাণে রয়েছেন আবুল খায়ের চাঁদ।

এর বাইরেও সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’। এতে অভিনয় করেছেন জোভান ও মুন। 

সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘ঈদ আনন্দের সাতদিনই ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ করবো। আমরা চাই দর্শক-শ্রোতারা শুদ্ধ বাংলা গানের পাশাপাশি বৈচিত্রপূর্ণ নাটকেও নিজেদের আনন্দসময় খুঁজে পাক।’