দেশের বাজারে নেবুলা প্রযুক্তির গেমিং ল্যাপটপ

২৮ মে, ২০২৫ ১৫:৩৮  
২৮ মে, ২০২৫ ১৮:৩৯  
দেশের বাজারে নেবুলা প্রযুক্তির গেমিং ল্যাপটপ

বাংলাদেশের গেমিং কমিউনিটির জন্য প্রিমিয়াম গেমিং সিরিজ আরওজি’র সর্বাধুনিক মডেল 'আরওজি স্ট্রিক্স স্কার ১৮' উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটিং ব্র্যান্ড আসুস। এই ল্যাপটপ সিরিজে প্রথমবারের মতো দেশের বাজারে এসেছে এনভিডিয়ার সর্বাধুনিক জিফোর্স আরটিএক্স ৫০৮০ এবং ৫০৯০ ল্যাপটপ গ্রাফিক্স প্রসেসর। 

প্রথমবারের মতো, এই গেমিং ল্যাপটপে রয়েছে টুল-লেস বটম প্যানেল, কোনো স্ক্রু ড্রাইভার ছাড়াই রম বা এসএসডি পরিবর্তন করা যাবে। এমনকি, অভ্যন্তরীণ কম্পোনেন্টের উপর একটি সুরক্ষিত শিল্ড থাকায়, এটি বিগিনারদের জন্যও নিরাপদ।

নতুন আরওজি স্ট্রিক্স ২০২৫ লাইনআপ ল্যাপটপটিতে রয়েছে এআই-চালিত সর্বশেষ এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০০০ সিরিজের জিপিইউ, ডিএলএসএস ৩ গ্রাফিক্স, প্রসেসর হিসেবে ইন্টেল কোর আল্ট্রা ৯ ২৭৫এইচএক্স,৬৪জিবি ডিডিআর ৫ র‍্যাম ও ১ টেরাবাইট  পিসিআইই জেন৪ এসএসডি।

তাপ নিয়ন্ত্রণে আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ২০২৫-এর থার্মাল সিস্টেম, ট্রাই-ফ্যান টেকনোলজি, লিকুইড মেটাল থার্মাল পেস্ট ও এয়ারফ্লো ডিজাইনে অভিনবত্ব আনা হয়েছে। 

নির্মাতারা বলছেন, ফুল-লেন্থ এক্সহস্ট ভেন্ট ও স্মার্ট এয়ার ইনটেকের মাধ্যমে ২৪০ ওয়াট পর্যন্ত সিপিইউ/জিপিইউ পাওয়ার নেওয়া সম্ভব অতিরিক্ত গরম বা শব্দ ছাড়াই। ল্যাপটপটির আরওজি নেবুলা এইচডিআর ডিস্প্লেতে যুক্ত হয়েছে মিনি এলইডি টেকনোলজি, যা ১২০০ নিট পর্যন্ত  ব্রাইটনেস দিতে পারে। এর ডুয়েল-লেয়ার অ্যাম্বিয়েন্ট কন্ট্রাস্ট রেশিও (এসিআর) ফিল্ম গ্লেয়ার ৫৫% কমায়, কন্ট্রাস্ট ৪.৫ গুণ বাড়ায় এবং ওয়াইড-অ্যাঙ্গেল ভিউ সুবিধা রয়েছে যা ইউজারদের যেকোনো কোণ থেকে স্পষ্ট ছবি দেখার সুবিধা  দিবে। 

আরওজি স্ট্রিক্স স্কার ১৮ সিরিজের এনভিডিয়া আরটিএক্স ৫০৮০ মডেলের শুরু মূল্য ৪ লক্ষ ৮৭ হাজার ৯৯০ টাকা এবং ফ্ল্যাগশিপ আরটিএক্স ৫০৯০ ভ্যারিয়েন্টটির দাম ৬ লক্ষ ৪৯ হাজার ৯৯০ টাকা।