ফের ই-ক্যাব নির্বাচনের হাওয়া
আগামী ২৬ জুলাই সামনে রেখে ফের বইছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচনের হাওয়া। প্রার্থীদের প্রচারণায় এক দফা স্থগিতাদেশের আগে থেকেই দুইটি প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে ভোটের প্রচারণায় নেমেছিলেন ৩৬ প্রার্থী।
সূত্রমতে, স্থগিতাদেশ উঠে যাওয়ার পর ভোটার সংখ্যা ৮০২ থেকে ৮৫৩তে উত্তীর্ণ হওয়ার পর একটি পক্ষ নির্বাচন বন্ধ করে পুণঃ তফসিলের জন্য নির্বাচন বোর্ডের কাছে আবেদন করেছেন। নিজ নামে এমন আবেদনকারীর সংখ্যা প্রার্থীদের মধ্যেই ৮ জন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য বলছে, বিপরীতে যথাসময়ে ভোট অনুষ্ঠানের পক্ষে প্রার্থী ও ভোটরদের পক্ষে তিন শতাধিক আবেদন জমা পড়েছে।
এমন পরিস্থিতিতে ১৩ জুলাই, রবিবার ঢাকার কারওয়ান বাজার এলাকার রেইনি রুফ রেস্টুরেন্টে আমরা ই-ক্যাবের ১৩ জন পরিচালক পদপ্রার্থী একত্রিত হন বলে খবর পাওয়া গেছে। ওই বৈঠকে গত ২০ মে জারিকৃত বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে যৌক্তিকতা তুলে ধরে মতামত দেন অধিকাংশ উপস্থিতি।
বৈঠকে একটি বিশেষ প্যানেলের নেতৃত্বে থাকা প্রার্থী আব্দুল সালাম প্রিন্স, ইসমাইল হোসেন, আনোয়ার সাদাত, রেহানা খান, মুকিব, জিএম ফারুক হোসেন, মইনুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে প্রকাশ, এই প্রার্থীরা অন্যান্য প্রার্থীদের কে নিয়ে ই-ক্যাবের প্রশাসক, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান, ডিটিওসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে বৈঠকে চূড়ান্ত দাবি তুলে ধরার পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে। ১৪ জুলাই, সোমবার বিকালে ই-ক্যাবের প্রশাসকের সঙ্গে দেখা করে লিখিতভাবে আবেদন জমা দেবে।
এর আগে ই-ক্যাব ২০২৫-২৭ মেয়াদের ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ৩১ মে অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু ১৪ মে চিঠি দিয়ে নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণা করেছিলো ই-ক্যাবের নির্বাচন বোর্ড। এরপর ভোটার তালিকা হালনাগাদ করে তফসিলি সময়েই নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত করেছে নির্বাচন বোর্ড।







