একেএস ফার্মেসি থেকে বিকাশ পেমেন্টে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
এখন থেকে দেশজুড়ে ছড়িয়ে থাকা হেলথটেক ফার্মেসি চেইনের একেএস ফার্মেসি’র ৬০ টিরও বেশি আউটলেট থেকে বিকাশ পেমেন্টে প্রয়োজনীয় ওষুধ কেনায় ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। প্রিয়জনের সুস্থতায় গ্রাহকরা যেন হাতের নাগালেই দরকারি সব ওষুধ সাশ্রয়ে কেনার সুবিধা পান তা নিশ্চিত করতে একেএস ফার্মেসির সঙ্গে বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে ফিনটেক প্রতিষ্ঠান বিকাশ।
চুক্তি অনুযায়ী একেএস ফার্মেসি থেকে প্রয়োজনীয় ওষুধ কিনে ন্যূনতম ১,০০০ টাকা পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ৫০ টাকা ক্যাশব্যাক। ১৫ ডিসেম্বর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে গ্রাহকরা মাসে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ২ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একেএস খান হেলথকেয়ার লিমিটেড-এর চিফ বিজনেস অফিসার মোস্তফা কামাল এবং বিকাশ-এর ইভিপি ও হেড অফ মার্চেন্ট পেমেন্টস ফয়সাল শহীদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে ৫ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিবিটেক/এনডি/ইক







