বেবিচকের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে জাকারিয়া হোসেন

৭ এপ্রিল, ২০২৫  
৭ এপ্রিল, ২০২৫  
বেবিচকের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে জাকারিয়া হোসেন

১৫ দিন শূন্য থাকার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রধান প্রকৌশলী পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে মো. জাকারিয়া হোসেনকে। সোমবার (৭ এপ্রিল) বেবিচকের বোর্ড সভায় বেবিচকে সৎ কর্মকর্তা হিসেবে সভার সদস্যদের সর্বসম্মতিতে এই দায়িত্ব দেয়া হয়। গত ২২ মার্চ আলোচিত প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানের অবসরকালীন ছুটিতে যাওয়া শুন্যপদে তিনি এই দায়িত্ব পেলেন।

বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ জানিয়েছেন, বোর্ড সভার সদস্যদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এর আগে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া গণমাধ্যমকে বলেছিন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে যিনি ভালো, সৎ, যোগ্য এবং সবার কাছে গ্রহণযোগ্য মনে হবে, আমরা তাকেই এই পদে বসাবো।’

তখন পদটিতে প্রাথমিক তালিকায়ও  শীর্ষে ছিলেন মো. জাকারিয়া হোসেন। তার সঙ্গেশুভাশিষ বড়ুয়া; সদ্য পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) এ. এইচ. এমডি নুরউদ্দিন চৌধুরী ও সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল আফরোজ এর নামও ছিলো। তবে শহিদুল আফরোজ প্রধান প্রকৌশলী থাকাকালীন তাকে একটি মামলায় জড়ানো হয়। পরবর্তীকালে বিভাগীয় তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন।

প্রসঙ্গত, সাবেক প্রধান প্রকৌশলীর হাবিবুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা, পরবর্তীকালে তাকেই পুনরায় আরও এক বছর চুক্তিতে মেয়াদ বাড়ানো, মন্ত্রণালয়ের আপত্তি—সব মিলিয়ে বেবিচকের অন্যতম শীর্ষ এই পদটি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ২২ মার্চ তিনি  অবসরকালীন ছুটিতে যান। এরপর তিনিসহ ১৯ জনের বিরুদ্ধে ৮১২ কোটি টাকা লোপাটের অভিযোগের দুদক মামলা দায়ের করে। আদালতে তার বিরুদ্ধে রিট দায়ের করেন ব্যারিস্টার মো. সোলায়মান তুষার। এরপরও একটি সিন্ডিকেট তাকে আবারও প্রধান প্রকৌশলী পদে চুক্তিভিত্তিক আরও ১ বছর রাখার জন্য নানাভাবে চেষ্টা চালায়। এই বিষয়টি নিয়ে বেবিচকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের মাঝে অসন্তোষ ছিল।