ইউনাইটেড আইসিটি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি আগামী সপ্তাহে
 
                                দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ৫টি বাণিজ্যিক এবং ৪টি পেশাদার সংগঠন মিলিয়ে রয়েছে ৯টি সংগঠন। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। এর মধ্যে বাক্কো ও আইএসপিএবি ছাড়া প্রতিটি সংগঠনই পরিচালিত হচ্ছে প্রশাসকের মাধ্যমে।
এমন পরিস্থিতিতে এসব সংগঠনের বিভিন্ন সময়ের কার্য নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে ‘ইউনাইটেড আইসিটি ফোরাম’ এর ব্যানারে বাংলাদেশের সিলিকনভ্যালি হিসেবে পরিচিত রাজধানীর বনানীস্থ বনানী ক্লাবের ব্যানকুয়েট হলে রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাতে মিলিত হয়েছিলেন এই খাতের দুই শতাধিক ব্যবসায়ী। এই ফোরামের মাধ্যমেই সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমে সকলের জন্য সমান ও বৈষম্যহীনভাবে কাজ প্রাপ্তির জন্যেই একসাথে মিলিত হন তারা। একইসঙ্গে সংগঠনগুলোর বিদ্যমান বিভিন্ন সাংগঠনিক ও পলিসিগত সমস্যা নিরসনে উদ্যোগী হবে নতুন করে আত্মপ্রকাশ করা ফোরামটি।

সেই অনুষ্ঠানে বাক্কো সভাপতি তানভির ইব্রাহিম, গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিইও আহমেদ আরমান সিদ্দিকী, ডিজিডট লিমিটেডের ব্যবস্থাপনা পরচিালক সৈয়দা নাফিসা রেজা (বর্ষা). এএমজেড বিজনেস সলিউশনস এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উজ জামান, প্রাইডসিস আইটির ব্যবস্থাপনা পরচিালক মনোয়ার ইকবাল, মজুমদার আইটির স্বত্বাধিকারী সাইদুল ইসলাম মজুমদার, গনেচার ক্লাব লিমিটিডের ফাউন্ডার ও পরিচালক মোঃ শোয়েবুর রহমান খান, এপসিস্ সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরচিালক মাহতাবুল আমিন প্রমুখ।
এই ফোরামের সমন্বয়কের ভূমিকায় রয়েছেন বাক্কো মহাসচিব ও উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম। এক প্রশ্নের জাবাবে তিনি জানিয়েছেন, গত ১৫ বছরের সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের প্রধান সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ের অভাব, নীতিনির্ধারণে নিষ্ক্রিয়তা ও সদস্যদের স্বার্থ রক্ষায় যথাযথ উদ্যোগের অভাবে খাতটি কাঙ্খিত গতিতে এগোতে পারছে না। এই বাস্তবতায় ইউনাইটেড আইসিটি ফোরাম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তবে এখনো ফোরামের কমিটি গঠন করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এরপরই প্রথমে একটি সিমেনার ও সামিট এর পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মিটিং করবেন তারা।
জানাগেছে, এই ফোরামের মাধ্যমে দেশের আইসিটি খাতের সংগঠনগুলোর কাঠামোগত সংস্কারে কাজ করবেন সদস্যরা। একইসঙ্গে ফোরামের বিভিন্ন মিটিং থেকে উঠে আসা সুপারিশের ভিত্তিতে ‘ইউনাইটেড আইসিটি ফোরাম’ এর কর্মপরিধি ও অন্যান্য বিষয়গুলো নির্ধারন করা হবে।
 
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                     
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                                                                                                                                                             
                                




 
                                             
                                             
                                             
                                             
                                            

 
                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
