ঝুমকা নৃত্যে ভাইরাল টেকনো’র রোবট কুকুর; আছে আরও বিস্ময়

১ জুন, ২০২৫ ১৬:৫৮  
১ জুন, ২০২৫ ২২:৫২  
ঝুমকা নৃত্যে ভাইরাল টেকনো’র রোবট কুকুর; আছে আরও বিস্ময়

রাজধানীর উত্তরার সেন্টার পয়েন্টে উদ্বোধন করা হয় দক্ষিণ এশিয়ায় টেকনোর সবচেয়ে বড় ফ্লাগশিপ স্টোর। মোবাইলের জন্যই বাংলাদেশে ব্র্যান্ডটি বেশি পরিচিত হলেও স্টোরটি ছিলো এআই প্রযুক্তির আরো বেশ কিছু প্রযুক্তি পণ্য। তবে সেসব ছাপিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে নতুন আকর্ষণ ছড়ায় সংগীতশিল্পী জেফার রহমানের ঝুমকা গানে রোবট কুকুরের নৃত্য। 

ইউটিউবার-টিকটাকর, কন্টেন্ট ক্রিয়েটর আর ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে গান ফ্যাশন শো-তে এআই প্রযুক্তির সমারোহের পতাকাটি এখন সোশ্যাল মিডিয়ায় কুকুর নৃত্যে ভারাইল। স্টোরের একটু সামনে স্থাপিত মঞ্চের রোবট কুকুরে হারিয়ে গেলো যেনে টেকনোর ফ্লাগশিপ স্টোরের পতাকাটি। সেখানে যতটানা বিস্ময় ছিলো এরচেয়ে বড় বিস্ময় দেখা যায় স্টোরটিতে। 

সেখানে টেবেলি থরে থরে সাজানো ছিলো ২টি মডেলের ভাঁজযোগ্যসহ টেকনো’ ৯টি মডেলের ৫১টি স্মার্টফোন। ছিলো ২ ধরনের স্মার্টওয়াচ, ২ মডেলের এয়ারবাডস, ২ মডেলের ল্যাপটপ, ট্যাব, গেমিং পিসি, গেমিং কনসোল এবং স্মার্ট চশমা। পকেট গো নামের এই কৃত্রিম বুদ্ধিমত্তার আইওটি ডিভাইসটিতে রয়েছে পিএস৪ এর ৮টি গেইম ডাউনলোড করা। 

স্টোরটিতে রাখা দুইট ইলেকট্রিক মোটর সাইকেল যে কাউকেই একটু ভিমরি খাওয়াতে পারে। জানাগেলো, রিভো ব্র্যান্ডের সঙ্গে যৌথ ভঅবে এই মোটর সাইকেলে এআই প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে টেকনো।  

তবে সেসব খবর ছাপিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে সংগীতশিল্পী জেফার রহমানের ‘ঝুমকা’ গানের তালে টেকনো রোবট কুকুরের ভিডিও এখন ভাইরাল। এই ভিডিওতে দেখা যায়, সংগীতশিল্পী জেফার রহমান গাইছেন তার চিরচেনা ‘ঝুমকা’ গানটি। এ সময় গানটির তালে নেচে ওঠে কুকুর সদৃশ একটি রোবট; আদতে সেটি একটি এআই বট। ভিডিওটি ভাইরালের সঙ্গে ফের আলোচনায় এসেছেন জেফার।ভিডিওতে দেখা যায়, একটি মঞ্চে সেই ডগি রোবটটি কুকুরের মতো লাফিয়ে লাফিয়ে নাচল; সঙ্গে তাল দেওয়ার চেষ্টা করেন জেফারও। গানের সঙ্গে খানিকটা নাচলেন। আর ভিডিওটি ভাইরাল হতেই আসতে থাকে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য।


জেফারের গান শেষ হলে উপস্থাপক হিসেবে হাজির হন ইনফ্লুয়েনসার রাফসান সাবাব। মঞ্চে হাজির হয়ে মজা নিতে নিতে রাফসান বললেন, ‘জেফার এতদিন অনেক মানুষকে নাচিয়েছে, এবার রোবটকে নাচাল।’

নেটিজেনরাও রাফসানের এই মন্তব্য ঘিরে মজা করেন; কেউ কেউ দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টাও করেন। এক নেটিজেন লিখেছেন, ‘জেফারের নাচ নিয়ে এত অভিজ্ঞতা রাফসানের, নিশ্চয়ই তাদের মধ্যে কিছু চলছে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘জেফার কি তাহলে রাফসানকেও নাচিয়েছেন?’

অপর একজন নেটিজেন লিখেছেন, ‘শুধু লাফালেই চলবে না, একটু নিজেকে দোলাতেও হবে।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘শুধু ঝুমকা গান কেন, আর কোনো গান জানেন না?’ 

প্রসঙ্গত, রাফসান-জেফারের প্রেম গুঞ্জন নতুন কিছু নয়। এর আগে একসঙ্গে তাদেরকে বিভিন্ন স্থানে কাটাতে সময় দেখা গেছে। তা যেমন নেটিজেনদের নজরে এসেছে, সংবাদের শিরোনামও হয়েছে। তবে সেই প্রেমের আলোচন যেন নতুন করে উসকে দিলো টেকনোর’র রোবট কুকুর।