২৭ জুন পরবর্তী পিক্সেল ডিভাইসের প্রাক-উন্মোচন অনুষ্ঠান

গুগল তাদের জনপ্রিয় পিক্সেল সিরিজের পরবর্তী প্রজন্মের ডিভাইসগুলো উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে, এবং এবার তারা তাদের নিবেদিত ভক্তদের এই যাত্রার অংশ বানাতে চলেছে। শুক্রবার, গুগল ‘পিক্সেল সুপারফ্যান’দের কাছে পাঠানো এক বার্তায় জানানো হয়, নির্বাচিত ২৫ জন ভক্তকে ২৭ জুন লন্ডনে আয়োজিত একটি প্রি-লঞ্চ ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। খবর দ্য ভার্জ।
"পিক্সেল পেন্টহাউস" নামের এই অভিজাত আয়োজনে গুগল আগামী ডিভাইসগুলোর উপর একচেটিয়া ঝলক দেখাবে। যদিও কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট মডেলের নাম জানায়নি, তবে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন, এতে পিক্সেল ১০, নতুন পিক্সেল বাডস, স্মার্টওয়াচ এবং সম্ভবত একটি নতুন ট্যাবলেট প্রদর্শিত হতে পারে।
এই ইভেন্টকে ঘিরে টেক দুনিয়ায় ইতোমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ গুগল সাধারণত বড় ধরনের হার্ডওয়্যার প্রকাশ করে অক্টোবরের দিকে। তবে এবার সুপারফ্যানদের আগে থেকেই যুক্ত করে তারা এক নতুন মার্কেটিং কৌশল গ্রহণ করছে। এতে করে একদিকে যেমন আগ্রহী গ্রাহকদের মধ্যে উৎসাহ বাড়ছে, অন্যদিকে সরাসরি ভক্তদের প্রতিক্রিয়া জানার সুযোগ পাচ্ছে গুগল।
‘পিক্সেল সুপারফ্যান’ প্রোগ্রামটি গুগলের একটি এক্সক্লুসিভ কমিউনিটি, যেখানে নিবেদিত ব্যবহারকারীরা আগে থেকেই পণ্য এবং ফিচারের প্রিভিউ, উপহার এবং বিশেষ ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পান।
এই আয়োজনের মাধ্যমে গুগল যে শুধুমাত্র ডিভাইস দেখাতে যাচ্ছে তা নয়, বরং এটি একটি অভিজ্ঞতামূলক ইভেন্ট হতে যাচ্ছে – যেখানে গুগলের ডিজাইন দর্শন, সফটওয়্যার উদ্ভাবন এবং এআই-ভিত্তিক ফিচারগুলোও তুলে ধরা হতে পারে।
সব মিলিয়ে, জুনের এই অনুষ্ঠান শুধু পিক্সেল ভক্তদের জন্য নয়, বরং গুগলের পরবর্তী হার্ডওয়্যার ও সফটওয়্যার ভিশনের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হয়ে উঠতে পারে।
ডিবিটেক/বিএমটি