আইসিডিডিআরবি-র ডায়াগনস্টিক সেবায় ১০% ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজ করতে রবি এলিট যুক্ত হয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান, আইসিডিডিআর,বি-র সঙ্গে। এখন থেকে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের বিভিন্ন ডায়াগনস্টিক সেবায় ১০ শতাংশ মূল্যছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।
অপরদিকে আইসিডিডিআর,বি-র পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ, পরিচালক (ফাইন্যান্স) থমাস লিয়াম ব্যারি, হেড অফ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস, ডা. মোঃ ফজলুল কবীর; হেড অফ হসপিটাল সার্ভিসেস, ডা.মোঃ জাকিরুল করিম; হেড অফ ডেভেলপমেন্ট, আরমানা আহমেদ; হেড অফ রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স,মোহাম্মদ নাফিউ আলম; সিনিয়র ম্যানেজার (বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালিটিক্স) মোঃ শাহরিয়ার বিন এলাহী প্রমুখ।