লেনোভো আইডিয়া প্যাডে স্বপ্ন ভাউচার

রমজান মাসজুড়ে লেনোভো আইডিয়া প্যাড স্লিম ৩আই (83EM007FLK) ক্রয়ে বিশেষ মূল্য ছাড়ের সাথে দেয়া হচ্ছে নির্দিষ্ট মূল্যের স্বপ্ন ভাউচার। মঙ্গলবার লেনেভোর বাংলাদেশী পরিবেশক গ্লোবাল ব্র্যান্ডের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বলা হয়েছে, ল্যাপটপটির ওজন ১.৬২ কেজি এবং পাওয়া যাচ্ছে আর্কটিক গ্রে কালারে। ২ বছরের ওয়্যারেন্টিসহ এর মূল্য ৬৯,৫০০ টাকা। ল্যাপটপটি গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, তাদের বিভিন্ন শাখা অফিস এবং অনুমোদিত রিসেলার পয়েন্ট থেকে কেনা যাবে।