ফ্রি লেবার চার্জে ভিভোর ফোন মেরামতের সুবর্ণ সুযোগ!

২৫ জুন, ২০২৫  
২৫ জুন, ২০২৫  
ফ্রি লেবার চার্জে ভিভোর ফোন মেরামতের সুবর্ণ সুযোগ!

ফ্রি লেবার চার্জে ভিভোর ফোন মেরামতে শুরু হয়েছে ভিভো সার্ভিস ডে। আগামী ২৬ জুন পর্যন্ত দেশের সকল অথোরাইজড ভিভো সার্ভিস সেন্টারে এই সেবা দেয়া হচ্ছে বলে জানা গেছে। 

ভিভো বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রি লেবার চার্জ সুবিধার আওতায় ফোন মেরামতের জন্য কাউকে কোনো অতিরিক্ত সার্ভিস ফি দিতে হবে না। চার্জার, কেবল, ইয়ারফোনসহ বিভিন্ন এক্সেসরিজে থাকছে ১০% ছাড়। এছাড়া থাকছে ফ্রি প্রোটেকটিভ ফিল্ম, ফ্রি সফটওয়্যার আপডেট, ফ্রি স্যানিটাইজেশন ও ক্লিনিং সার্ভিস। গেমারদের জন্য থাকছে বিশেষ গেম সার্ভিস অ্যাক্টিভিটি। নির্দিষ্ট কিছু সমস্যার ক্ষেত্রে গ্রাহকরা পাবেন ১ ঘণ্টার মধ্যেই ফ্ল্যাশ রিপেয়ারের সুবিধা। নিকটস্থ যেকোনো অনুমোদিত ভিভো সার্ভিস সেন্টারে সরাসরি গিয়ে সেবা নিতে পারবেন গ্রাহকরা। 

সারাদেশে ভিভোর ৩০টি অথোরাইজড সার্ভিস সেন্টার রয়েছে।