এনইআইআর বিলাসিতা নয়, অপরিহার্য
বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) চালু করা বিলাসিতা নয় অপরিহার্য।
কেননা, দেশে ২১ লাখের মধ্য ২০ লাখ আইফোন দেশে আসে অবৈধ পথে। দেশে উৎপাদিত ২৩ লাখের মধ্যে ৬০ শতাংশ ফিচার ফোন। আবার একটি আইএমইআইয়ে ১০ লাখের বেশি ফোন একটি নেটওয়ার্কে জড়িত। এসব ফোন থেকেই এমএফএস জালিয়াতি ও নানা অপরাধে ব্যবহার করছে অপরাধীরা।
ফলে নাগরিকদের নিরাপত্তার চাদরে জড়িয়ে ভোক্তা অধিকার অক্ষুণ্ন রাখতে রেগুলেটরি টুলস হিসেবে ১৬ ডিসেম্বর এটি চালু করা হচ্ছে।
২৭ নভেম্বর, বৃহস্পতিবার, রাজধানীর এনইআইারের প্রয়োজনীয়তা নিয়ে টিআরএনবি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
অনুষ্ঠানে এক উপস্থাপনায় বিটিআরসি মহা পরিচালক আমিনুল হক জানান, এনইআইআর চালুর পূর্বের সব ফোন বৈধতা পাবে। এরপর থেকে ফোন বদলের ক্ষেত্রে ইউএসএসডি ব্যবহার করেও সিমের শেষ চার ডিজিট ব্যবহার করে ডিরেজিস্ট্রেশন করতে পারবে। এছাড়াও গ্রে ফোন এক মাসের মধ্যে বৈধ করার সুযোগ পাবেন গ্রাহক। একই সঙ্গে অব্যবহৃত ফোনের সিম ১৬ তারিখের আগে সিম চলু করা এবং নতুন ফোন কেনার আগে আইএমইআই নম্বর ১৬০০২ নম্বরে পাঠিয়ে যাচাই করার আহ্বান জানান তিনি।
বাজারে থাকা গ্রে মার্কেটের ফোন যে কোন সময় আত্তীকরণ করার সুযোগ রাখা হয়েছে এনইআইআর সফটওয়্যারে।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন টিআরএনবি সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান।
সভপতি সমীর কুমার দে এর সঞ্চালনায় সেমিনারে সেমিনারে বিটিআরসি কমিশনার মাহমুদ হোসাইন, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব রইছ উদ্দিন খান,বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলামএমআইওবি সভাপতি জাকারিয়া শাহিদ, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু, স্মার্ট টেকনোলজিস ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনেসিস আইটি'র সিএসও আমিনুল বারী সৌরভ এবং ফিনটেক প্রতিষ্ঠান নগদ এর ভিপি মোহাম্মদ জাহিদুল ইসলাম।
বাংলাদেশ পুলিশের সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম, জানান, দেশে চুরি বা ছিনতাই হওয়া সেটগুলো আখাওড়া, বটুলি, বেনাপল ও দর্শনা হয়ে ভারতে এবং ভারতের চুরি হওয়া ফোন বাংলাদেশে আসে। এছাড়াও পুরোনো ফোনের যন্ত্রাংশ ব্যবহার করে সেকেন্ডহ্যান্ড বাজার বেড়েছে। এতে করে হারানো সেট উদ্ধার কঠীন হয়ে পড়ে।
বক্তারা তাই ব্রান্ড নিউ মোবাইল ফোনের দাম সাশ্রয়ী করতে রাজস্ব কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
ডিবিটেক/আইএইচ







