আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে চীনের গুয়াংজু ইউনিভার্সিটিতে ডুয়েটের ভিসি
চীনের গুয়াংজু শহরে আগামী ২৭–২৮ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য “The 3rd Belt & Road Chinese University & Overseas Partner Exchange Conference”-এ বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
বৈশ্বিক উচ্চশিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও আন্তর্জাতিক শিক্ষা অংশীদাররা অংশ নেবে। এতে চীনের আধুনিক উচ্চশিক্ষা কাঠামো, চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যসেবা প্রযুক্তির অগ্রগতি তুলে ধরা হবে। সম্মেলনটি দেশগুলোর পারস্পরিক বোঝাপড়া, সাংস্কৃতিক বিনিময় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করবে।
এই আয়োজনে অংশ নেবে ১০০টিরও বেশি খ্যাতনামা চীনা বিশ্ববিদ্যালয়, ২০টির বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং ৬০টি দেশের ৩০০–এর বেশি আন্তর্জাতিক প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দূতাবাস–কনস্যুলেট কর্মকর্তা, মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রেসিডেন্ট, কলেজ–স্কুল প্রধান, স্বাস্থ্য বিশেষজ্ঞসহ বিভিন্ন অতিথিবৃন্দ।
Guangzhou MalishaEdu Co., Ltd. আয়োজিত এ সম্মেলন অনুযায়ী বিদেশি প্রতিনিধিরা ২৬ নভেম্বর গুয়াংজু পৌঁছাবেন। ২৭ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠান, বিকেলে সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রকাশনা উন্মোচন এবং সন্ধ্যায় গালা ডিনার অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বর সারা দিনব্যাপী অনুষ্ঠিত হবে ১০০টি চীনা বিশ্ববিদ্যালয় ও ২০টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রদর্শনী।
ডুয়েট উপাচার্যের এই অংশগ্রহণের মাধ্যমে চীন ও বাংলাদেশের উচ্চশিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতা আরও প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি হাংজো দিয়াংজি ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ধারাবাহিকতায় তিনি এবার গুয়াংজুর এই বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
ডিবিটেক/আইইউ/ইকে







