হাজারো কর্মী ছাঁটাই করছে আইবিএম
চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্বব্যাপী হাজারো কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। সংস্থাটি জানিয়েছে, সফটওয়্যার-কেন্দ্রিক ব্যবসায় রূপান্তরের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর রয়টার্স।
আইবিএম এক বিবৃতিতে জানায়, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কর্মীবাহিনী পর্যালোচনা করে এবং প্রয়োজনে পুনর্গঠন করে থাকে। এ প্রক্রিয়ায় এবার বিশ্বব্যাপী মোট কর্মীর কয়েক শতাংশকে প্রভাবিত করবে।
প্রধান নির্বাহী অরবিন্দ কৃষ্ণার নেতৃত্বে আইবিএম তাদের "রেড হ্যাট" বিভাগসহ কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড সেবার ওপর বিনিয়োগ বাড়াচ্ছে। তবে সম্প্রতি ক্লাউড সফটওয়্যার বিভাগে প্রবৃদ্ধি কমে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২ লাখ ৭০ হাজার কর্মী রয়েছে। যদিও কিছু মার্কিন কর্মী ছাঁটাইয়ের আওতায় পড়বেন, তবু দেশটিতে মোট কর্মসংস্থান প্রায় একই থাকবে বলে আইবিএম জানিয়েছে।
শেয়ারবাজারে আইবিএমের শেয়ারের দাম বছরজুড়ে ৩৫ শতাংশ বেড়েছে, তবে ছাঁটাই ঘোষণার পর তা প্রায় ২ শতাংশ হ্রাস পেয়েছে।
ডিবিটেক/বিএমটি







