অ্যাপল ওয়াচে এলো হোয়াটসঅ্যাপ
বহু প্রতীক্ষার পর অবশেষে অ্যাপল ওয়াচের জন্য নিজস্ব অ্যাপ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারীরা আইফোন ছাড়াই ঘড়ি থেকে সরাসরি বার্তা পড়া, ভয়েস মেসেজ পাঠানো ও কল নোটিফিকেশন দেখতে পারবেন। খবর টেকক্রাঞ্চ।
হোয়াটসঅ্যাপ জানায়, এই নতুন অ্যাপল ওয়াচ সংস্করণ ব্যবহারকারীদের বার্তা আদানপ্রদান আরও সহজ করবে। এখন ঘড়ি থেকেই মেসেজের রিপ্লাই জানানো, দীর্ঘ মেসেজ পড়া, স্টিকার ও ছবি আরও স্পষ্টভাবে দেখা যাবে।
মেটার মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ নিশ্চিত করেছে যে সব কথোপকথন ও কল আগের মতোই প্রান্ত-থেকে-প্রান্ত এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকবে। ভবিষ্যতে আরও ফিচার যোগ করার পরিকল্পনাও রয়েছে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৪ বা তার পরবর্তী মডেল, এবং ওয়াচওএস ১০ বা তার পরের সংস্করণে এই অ্যাপটি ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ গত মে মাসে আইপ্যাডের জন্যও নিজস্ব অ্যাপ চালু করে, যেখানে ৩২ জন পর্যন্ত ভিডিও ও অডিও কল করা এবং পর্দা শেয়ার করার সুবিধা রয়েছে।
ডিবিটেক/বিএমটি







