অ্যান্ড্রয়েডে এলো ওপেনএআইয়ের সোরা অ্যাপ
ওপেনএআইয়ের টেক্সট-টু-ভিডিও জেনারেটিভ এআই অ্যাপ ‘সোরা’ এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোর থেকে এটি এখন ডাউনলোড করা যাবে। খবর এনগ্যাজেট।
যদিও আইওএস সংস্করণটি এখনো সীমিত কয়েকটি দেশে আমন্ত্রণের মাধ্যমে ব্যবহারের সুযোগ পাচ্ছে, তবুও অ্যাপটি উন্মোচনের পর থেকেই ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পাঁচ দিনের মধ্যেই সোরা’র ডাউনলোড সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে।
তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কও তৈরি হয়েছে। ব্যবহারকারীরা মার্টিন লুথার কিং জুনিয়রের অসম্মানজনক ভিডিও তৈরি করায় প্রতিষ্ঠানটি সমালোচনার মুখে পড়ে। একই সঙ্গে বিখ্যাত মাঙ্গা ও অ্যানিমে চরিত্রের অনুকরণে ভিডিও বানানোর কারণে জাপান সরকারও সোরা’র বিরুদ্ধে আপত্তি জানিয়েছে।
এছাড়া, কপিরাইট লঙ্ঘনের অভিযোগে ‘ক্যামিও’ নামের একটি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। মামলার পরদিনই ওপেনএআই ‘ক্যামিও’ নামে একটি ফিচার চালু করে, যা বিদ্যমান চরিত্র বা ব্যক্তিত্বকে সোরা ভিডিওতে যুক্ত করার সুযোগ দেয়। ধারণা করা হচ্ছে, এই ফিচারের মাধ্যমেই সোরা ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আয় করার পরিকল্পনা করছে।
ডিবিটেক/বিএমটি







