হাতুড়ি পেটায় অপোর নতুন ফোন উন্মোচন

হাতুড়ি দিয়ে পিটিয়ে দুই দিনে বরফে জমে থাকা অপোর এআই ক্যামেরার নতুন ফোন এ৫ প্রো উন্মোচন করা হলো বাংলাদেশে। রবিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নতুন ফোনটি উদ্বোধন করেন অপো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ড্যামন ইয়ং।
অনুষ্ঠানে অপো এ৫ ওয়ান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন ক্রিকেট অল রাউন্ডার মেহেদী হাসান রিয়াজ।
এসময় অপোর সাবেক শুভেচ্ছা দূত সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হওয়া রিয়াজ বলেন, আমি যখন আন্ডার ১৯ খেলতাম তখন অপো ফোন ব্যবহার করতো। আমার পরিবারের সবাই অপো ব্যবহার করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অপো মার্কেটিং নাজমুদৌলা নিলয় জানান, বিশ্বের ৭০টি দেশে আমাদের ৩ লাখের বেশি রিটেইল সেন্টার রয়েছে। গতবছর আমরা বাংলাদেশে এক দশক পূরণ করেছি। এই সময়ে বাজার গবেষণা করে আমরা দেখিছি গ্রাহকরা এমন একটি ডেইল ডিভাইস হিসেবে রাফ অ্যান্ড টাফ ব্যবহারের দীর্ঘস্থায়ী ও সাশ্রয়ী ফোন চান। ফোনটি পানির নিচে ৩০ মিনিট সচল থাকে।
পানির নিচে অপো এ৫ সত্যিকারেই পুরোপুরি পনিরোধক এবং চাপ সহনশীল কি না তা ওয়াটার গান দিয়ে আঘাত করে এবং পানির মধ্যে ফেলে দিয়ে সাক্ষাৎ দেখান অপো বাংলাদেশের প্রোডাক্ট বিশেষজ্ঞ কাজী আশিক আরাফাত।
২৩ হাজার ৯৯০ টাকার ফোনটি বাজারে পাওয়া যাবে আগামী ১৩ মার্চ থেকে।