গ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি-তে সহজলভ্য এআই

ন্যায়সঙ্গত মূল্যে দেশের বাজারে অফিসিয়াল গ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি ফোন উন্মোচনের মাধ্যমে এআই সহজলভ্য হয়েছে বলে মনে করছে স্যামসাং বাংলাদেশ।
বুধবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, গ্যালাক্সি এ সিরিজ উন্মোচনের ফলে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) এখন আরও সহজলভ্য। এই ডিভাইসগুলোতে ‘সার্কেল টু সার্চ’-এর মতো অনন্য ফিচার রয়েছে, যার সাহায্যে ব্যবহারকারীরা স্ক্রিনে সার্কেলিং করেই যেকোনো কিছু তাৎক্ষণিকভাবে সার্চ (অনুসন্ধান) করতে পারবেন। এই সিরিজের আরেকটি দুর্দান্ত ফিচার হলো গুগল জেমিনি। এর প্রোডাক্টিভিটি টুলস স্মার্ট পরামর্শ এবং সৃজনশীলতা বাড়াবে। অন্যান্য এআই ফিচার যেমন - ক্রিয়েট ফিল্টার এবং অবজেক্ট ইরেজার, তথ্য এবং ছবির মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে।
এ নিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিভাগের পণ্য ও বিপণন কৌশল প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, “এআই এখন স্মার্টফোন ব্যবহারকারীদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। আমরা আমাদের গ্যালাক্সি এ সিরিজের সর্বশেষ ডিভাইসগুলোর (এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি) মাধ্যমে এআই ফিচারকে সবার জন্য আরও সহজলভ্য করতে চাই। এই ডিভাইসগুলো স্মার্টফোন অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যার ফলে ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে এআই-প্রযুক্তি নির্ভর অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।”
গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং এ৩৬ ফাইভজি ফোনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর গ্যালাক্সি এ৩৬ ফাইভজিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৬ জেন৩।
ব্যবহারকারীদের সবসময় আপডেটেড রাখতে এ সিরিজের এই ডিভাইসগুলোতে পাওয়া যাবে ৬ বছরের ওএস আপগ্রেড সুবিধা।
ফোনটি (৮/১২৮ ভ্যারিয়েন্ট) কালো ও মিন্ট এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে ৩৪,৯৯৯ টাকায়। অন্যদিকে, গ্যালাক্সি এ৩৬ ফাইভজি দ’টি ভ্যারিয়েন্ট এবং ল্যাভেন্ডার, লাইম ও কালো এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এ৩৬ ফাইভজি’র (৮/১২৮ জিবি) ভ্যারিয়েন্টটি ৩৯,৯৯৯ টাকা এবং (৮/২৫৬ জিবি) ভ্যারিয়েন্টটি মাত্র ৪৪,৯৯৯ টাকায় লঞ্চ অফারে পাওয়া যাচ্ছে।